এমন স্বদেশ চাই
————————
এই গোছগাছ দেশকে যদিও পেতাম,
যেথা নিরাময় নদী বয়ে বয়ে যায়,
হানাহানি ঘাত, রিরূপতা চুরমারে
সকলে দাঁড়াবে স্বচ্ছন্দ নিজ পায়।
দুর্নীতি কালো আঁধারের থাবা ভেঙে
আসল সূর্য উঁকি দেয় ঠাসা ঠাসা,
বৈষম্যে গড়া দেয়াল টপকে জাতি
সমান মাটিতে দাঁড়ায় সকল আশা।
মানবতা যেন পুষ্পিত রঙ বাগিচা
প্রতিটি মুকুলে খুশির দোলায় দোলা,
লোভী, স্বার্থের হারায় হাওয়া বয়ে
শুধু ভালোবাসা মিষ্টির চমকে সোঁদা।
সহযোগিতার সোনালী প্রাসাদ নামে
চলন্ত পথে আলোকিত সিঁড়ি,
সকল দুঃখ বেদনা হারিয়ে জাতি
আনন্দ ভরে ওঠে প্রণ সংসারি।
————
তুমি
————
তোমার কথাই মনে পড়ে আজ
নির্জনে রাত দীর্ঘ পথের পায়।
চাঁদের আলোয় মিশে যায় বয়ে
শূন্য হৃদয়ে ভাঙা এক ঝড় স্বপ্ন।
তোমার মুখেই ছিল যে হাসি, যা
সোনালি বেলায় লুকিয়ে লুকিয়ে যায়।
বাঁধানো স্মৃতির গ্রন্থি খুলেছে
বেদনাগুলিও আকাশে ফড়িং।