দ্বীনের রাস্তা
প্রভুর সৃষ্টি শ্রেষ্ঠ মানব
দ্বীনের রাস্তা ভুলে ;
তাই ঝড় বন্যা মহামারীর
আঘাত মানব কূলে।
একের পর এক মহামারী
ঝড় বন্যা ও নয় কম ;
সবি মোদের হাতের কামাই
কখন পুরায় যে দম।
পরিস্থিতি ভয়াবহ
তবু্ও নাই যে হুঁশ ;
মরণ ঘন্টা বাঁজবে যখন
হবে সবি তো ফুস।
শোধন করো গতিবিধি
থাকতে মানব সময় ;
এসো সবে দ্বীনের পথে
প্রভু হবেন সদয়।
দুনিয়াটা ক্ষনেক কালের
সেজো না আর মেকি ;
পেতে চাইলে জান্নাত ভুমি
কামাই করো নেকি।
সালাতে ডাক
আযান শব্দ আরবি ভাষা
বাংলায় দাওয়াত কয় ;
আযান দেওয়া সালাতের ডাক
শুনলে সাওয়াব হয়।
আযান কালে কথা বললে
নিশ্চয় হবে পাপ ;
প্রভুর নিষেধ না মানিলে
পাবে না কেউ মাপ।
আযান শেষে দোয়া পাঠে
সাওয়াব পাওয়া যায় ;
সাওয়াব ছাড়া জান্নাত পাওয়া
হবে সেই দিন দায়।
সালাতেরই অংশ আযান
দিনে পাঁচবার দেয় ;
আযান শুনে মুমিন মুসলিম
অজু সেরে নেয়।
আদায় করতে সালাত মুমিন
যাইযে মসজিদ ঘর ;
মোনাজাতে দুহাত তোলে
সালাতেরই পর।