কাদের জন্য রাজনীতি
রাজনীতি কি সেই উচ্চ আসনে বসা,
সুবিধার ছায়ায় ডুবে থাকা?
নাকি, পথে পথে খেটে খাওয়া মানুষ,
যার স্বপ্ন দগ্ধ, অভাবে বাঁচা?
কাদের জন্য গড়া এই সভা, সংসদ?
শুধু কি গুটিকয়েকের তরে—
নাকি তাদের জন্য যারা চাষ করে ধান,
যাদের ঘরে একমুঠো অন্ন নেই পড়ে?
নেতা বলবে, “তোমাদের জন্য, সবার তরে!”
কিন্তু কথার ভিড়ে কাদের কান্না হারায়?
গরিবের ঘরে, মজুরের কপালে
স্বপ্নগুলো আজও বঞ্চিত সুরে ভাঙে নিরুপায়।
রাজনীতি যদি সবার হয়, মানুষের হয়,
তবে কেন এত বিভেদ, এত হানাহানি?
হোক এমন এক নতুন রচনা,
যেখানে সকলের মুখে ফুটবে মুক্তির বাণী।
অতীতের স্মৃতি
অতীতের স্মৃতি, পুরনো আলোর মতো,
ঝাপসা হয়ে আসে দিনের শেষ প্রান্তে,
কখনো কাছে টানে, কখনো সরে যায়-
একটা বেদনা ছুঁয়ে দেয় নিরালায়।
সেই দিনগুলো, ছায়ায় মোড়ানো স্মৃতি,
রোদে পুড়ে গেছে বা বৃষ্টিতে ভিজেছে,
মনে পড়ে কোন এক ফেলে আসা বিকেল,
যেখানে আনন্দ ছিল অজানা কোনো কল্পনায়।
স্মৃতিরা আসে হারানো মানুষের মুখে,
মনের কোণে আজও বেঁচে থাকে তাদের ছোঁয়া,
কোনো কথা না বলেও বলে যায় অনেক কিছু-
বুকের গভীরে সুর বাঁধা সেই সব গল্প।
কখনো তারা কাঁদায়, কখনো হাসায়,
কখনো যেন মনের মধ্যে কাঁপন তোলায়,
কত কথা, কত স্মৃতি, কত না বলা কথা-
অতীতের স্মৃতি, এক অফুরন্ত ব্যথা।
তারা যেন হারানো গান, দূরের বাঁশির সুর,
যা আজও বাজে, শুধুই আমার মনে,
চোখ বন্ধ করে শুনি, আর হারিয়ে যাই,
অতীতের স্মৃতি, এক অনন্ত মায়া।