আলোর আহ্বান
-------------------
তোমাদের অন্যায়ের হাত ধরা পড়ে যাবে আলোতে।
জুলুমের অন্ধকারে যারা নিঃশ্বাস ফেলে,
তাদের বুক থেকে একদিন জেগে উঠবে প্রতিবাদের ঝড়।
তোমরা যারা নির্যাতনের খেলায় মত্ত,
তোমাদের রক্তাক্ত ছলনা বুঝে গেছে পৃথিবী।
গুজবের বিষে যারা বুনছো বিভেদের জাল,
তোমাদের মিথ্যের বীজ ধূলায় মিশে যাবে।
তোমাদের ছলনার নগর ভেঙে পড়বে একদিন,
কারণ সত্যের আলো কখনো মলিন হয় না।
সমাজের কান্না শুনে একদিন জাগবে মানুষ,
জাগবে ন্যায়, জাগবে বিবেক।
তোমাদের নির্মমতা চূর্ণ হবে জনতার পদচারণায়।
তোমরা হারাবে, কারণ অন্যায়ের কোনো ঘর থাকে না।
শান্তি একদিন ধরণীর বুকে ফিরবে,
ভালোবাসা নতুন করে সাজাবে মানুষের জীবন।
তোমাদের শাসন শেষ,
এখন মানবতার গান গাওয়ার সময়।
-----------
জানার মুল্য
-----------
সব জানা হয়ে গেলে'
কাছের মানুষগুলো কেমন যেন সরে যায়,
আলোর ঝলকানিতে ছায়ার মতো,
অদৃশ্য হয়ে থাকে কিছু দূরে দাঁড়িয়ে।
কথারা থেমে যায়, চোখের ভাষা ম্লান,
যেন সব জানার পরও থেকে যায় ফাঁকা ফাঁকা,
হৃদয়ের গভীরে না বলা অনেক কিছু,
কিছু শব্দেরা রয়ে যায় অনুচ্চারিত।
প্রতি পদক্ষেপে মনে হয়,
এই দূরত্ব কি তবে জানার মূল্য?
যেখানে জেনে যাওয়ার পরও
কাছের মানুষ হারিয়ে যায় অনন্তকাল।