ফুল বাগিচা
=========
কুসুম বাগে ফুল ফুটেছে
আয়রে শিশুর দল,
সেই বাগিচায় ফুল তোলিবো
চল্ রে সবাই চল্।
সেই বাগিচায় রং-বেরঙের
ফুল তুলিবো সবে,
সে ফুল দিয়ে নিত্য-নতুন
গাঁথবো মালা তবে।
বাগান মালিক করিম দাদু
আসবে যখন তেঁড়ে,
আমরা তখন পালাবো সব
ফুল বাগিচা ছেড়ে।
ওই পাঁজিরা, দাঁড়া তোরা
ছিঁড়লি কেন ফুল?
ও দাদু গো, মাফ করে দাও
হয়ে গেছে ভুল।
তোদের সবার কান টানিবো
আয় এদিকে আয়,
পালাও সবাই এখান থেকে
রক্ষা যে আর নাই।
------------------
রিক্সাওয়ালা
------------------
রিক্সা চালাই তাই তো আমি
অনেক ছোট লোক,
তাই তো সবাই দেখে আমায়
অবহেলার চোখ!
রিক্সা চালাই তাই আমার
গাছ তলাতেই ঠাঁই,
কারো কাছে একটু খানি
মর্যাদা মোর নাই!
ছোট-বড় সবার কাছেই
শুনি কটু কথা,
গরীব বলে বুঝে না কেউ
আমার মনের ব্যথা।
রিক্সা চালাই তবুও তো
আমি একজন মানুষ,
আমার কথার কোনো দাম নেই
তাই তো থাকি খামুশ।
-----------------------
রাসূলের সৈনিক
-----------------------
রাসূলের সৈনিকেরা জাগ্রে এবার নিদ্রা থেকে,
ছুটে চল্ রণাঙ্গনে তাকবীরের ধ্বনি হেঁকে।
তারিকের মত মোরা করবো বিজয় সারা ভূবন,
রুখবো সকল বাধা নাস্তিকতা করবো শুধন।
দল্বো দু'পায়েতে সকল বাধা পাহাড় সমান,
বক্ষে গেঁথে নেবো দ্বীনের লাগি গুলি- কামান।
উঠবে দ্বীন বিজয়ের সূর্য আবার পূর্ব থেকে,
বাতিলের আঁধারে আজ সারা ভূবন যাচ্ছে ঢেকে।
হস্তে ধর্রে এবার শক্ত করে নাঙ্গা কৃপাণ,
আমামা পরে শিরে দৃঢ় কর্রে নিজের ঈমান।
জাগ্রে নির্ভয়ে আজ নবিন-প্রবিন, বীরের জাতি,
জ্বালবো ভূবন জুড়ে দ্বীন ইসলামের নতুন বাতি।
ছাড়্ রে হুংকার এবার রণাঙ্গনে অগ্নি সুরে,
উড়বে বিজয় নিশান সেদিন তো নয় বহু দূরে।
রক্তের নদী এবার যাক বয়ে যাক এঁকে বেঁকে,
ছুটে চল্ রণাঙ্গনে তাকবীরের ধ্বনি হেঁকে।
আর নয় ঘুমের ঘরে জাগরে এবার যুবক-তরুণ,
উঠবে ভূবন জুড়ে দ্বীন বিজয়ের নব্য অরুণ।
বাতিলের ঘরে ঘরে আমারা এবার জ্বালবো আগুন,
ওরা তো মানুষ নহে ওরা হলো হিংস্র শকুন।
রাসূলের সৈনিকেরা করিস না ভয় ঢাল্- তলোয়ার,
আল্লাহ আছেন সাথে সর্ব শক্তি হস্তে যাহার।
শহিদের জান্নাত পাবে নির্বিচারে, যাবি কে কে?
তবে চল্ রণাঙ্গনে তাকবিরের ধ্বনি হেঁকে।
উচ্ছেদ করবি রে শির দ্বীন বিরোধী করবে যারা,
কুরানের সৈনিকেরা করবে না ভয় কভূ তারা।
বাতিলের রক্ত গাঙে ভাসবে এবার বিজয় তরী,
বলবো তাকবির মোরা উঁচ্চস্বরে প্রাণটা ভরি।
রক্ত থাকতে দেহে ফিরিস না তুই জিহাদ থেকে,
ছুটে চল্ রণাঙ্গনে তাকবীরের ধ্বনি হেঁকে।
----------------
বাবুই পাখি
----------------
তোমরা কি ভাই দেখছো কভু
বাবুই পাখির ঘর?
কতো ভালো বাসা বানায়
হরেক রকম খড়!
তারা কি ভাই তোমার মতো
পাঠশালাতে যায়?
তবুও তারা, এমন বিদ্যা
কোথা থেকে পায়?
কে শেখালো উড়তে তাকে
করতে কলরব?
আর কেহ নয়, তিনি হলেন
আল্লাহ মহান রব!