পাল্টে গেছে দেশ
------------
সবুজ শ্যামল শস্য ভরা আমার জন্ম ভুমি,
পাখির ডাকের ঔ গান এখন না শুনি।
বদলে গেছে মাতৃভুমি পাল্টে গেছে দেশ,
আগের মতো দেখা যায় না সেই সবুজের রেশ।
দেখা যায় না আগের মতো ভোরে ভেজা সকাল,
ক্ষেতের জমিতে গড়ে ওঠেছে বড় বড় দালান।
পাওয়া যায় না আগের মতো খেজুরের সেই রস,
সকাল সকাল খেতে মঝা আসতো ফিরে যস।
আগের মতো শীতের ভোরে হয় পুয়া ফুলি,
হারিয়ে গেছে এই দেশে আজ আগের সেই রীতি।
আগের মতো সন্ধ্যা ভেলায় মায়েরা দেয়না বকা,
হয়না এখন আগের মতো সন্ধ্যার সেই মজা।
আগের সেই সোনার বাংলা এখন তো আর নাই,
লেখা আছে সোনার বাংলা কাজে কর্মে নাই।
সময়ের কাছে পাল্টে গেছে, দেশের সব কিছু,
কোথায় যেন হারিয়ে গেছে আগের ছয় ঋতু।
বদলে গেছে দেশের মানুষ মায়া মমতা নাই,
আগের সুখটা কোথাও যেন এখন খুঁজে না পাই।
--------------
আদরের মেয়ে তিশা
--------------
বাবা মায়ের আদরের গড়া,
জন্ম তাদের ঘরে।
সুখের ঠিকানা দেখতে পেলো,
আমাকে তারা পেয়ে।
তাদের আদরের কন্যা আমি,
না দিয়েছে তিশা।
বড় হয়ে করবো পূরণ,
তাদের মনের আশা।
আমার যত আশার আলো সবই,
মা বাবাকে নিয়ে।
তাদের জন্য ধন্য,
এই কথা কেউ না যানে।
তাদের জন্য জীবন আমি,
করে দেব উদার।
তারা আমার আশার আলো,
তারাই আমার দ্বার।
------------
অবিচার
------------
দেশের জন্য যুদ্ধ করে,
দেয়েছে কত প্রান।
রাখতে পেরেছে কি এইদেশেতে,
তাদের সম্মান।
স্বাধীন হওয়ার পরেও হচ্ছে,
কতই না অবিচার।
ভরে গেছে দেশটাতে আজ,
অন্যায় অবিচার।
স্বাধীনতার মূল্য যদি সবাই বুঝতে পারতো,
হত না আর অন্যায় কভু দেশে অবিরত।
অন্যায় করে কেউ তো আজ,
বেশিদিন থাকেনা।
সবকিছুর ই শেষ হয় যায়,
সেটা কি জানোনা।
আজ বড় জানতে ইচ্ছে করে,
স্বাধীনতার সুখ কোথায়।
অন্যায়ের মাঝে বেঁচে থেকে,
দিন পার হয়ে যায়।