গোধূলির রঙ
-------------------
গোধুলির ঔই বিকাল বেলা,
সূর্য নিভু নিভু।
মন ভরে যায় দেখা ঔ না,
সাত রঙের ঢেউ।
আকাশটা ঔ শান্ত আজই,
বাসছে রঙের বেলা।
মন ভরে যায় তখন আমার,
দেখে ঔ আকাশটা।
গোধুলীর রঙ ধূসর কালো,
দেখতে যদি চাও,
উপভোগ কর ঔ তবে তুমি
বিকালের আকাশটায়।
নিভু নিভু করে আলো সূর্য চলে যায়,
মনের আনন্দ লাগে তখন গোধূলির আকাশ টায়।
কুসুমের মতো রঙে সাজে তখন সূর্য টা,
নিভে যাবে একটু পরে ঔ না সূর্য টা।
-------------
স্বার্থ
-------------
এই পৃথিবী রঙের মেলা,
স্বার্থ ভরা ভুবন।
স্বার্থ জন্য এই দুনিয়ায়,
সবাই হয় তোমার আপন।
ভাই বল বন্ধু বল কেউ আপন নয়,
স্বার্থ হাসিল করার জন্য তোমার পাশে রয়।
সার্থে ভরা এই দুনিয়া তোমার মূল্য নাই,
সার্থের জন্য সবাই তোমায় বাহ বাহ দিয়ে যায়।
সার্থ ছাড়া এই দুনিয়ায় ভালোবাসা হয় না,
তারও স্বার্থ হাসিল হলে পরে সেও চলে যায়।
স্বার্থ হল এমন জিনিস বুঝা বড় দায়,
স্বার্থের জন্য অনেকে আছে নিজেকে বিক্রি করে দেয়।
স্বার্থ বিহীন ভালোবাসা তোমায় যারা ভাসে,
তারা তোমার আপন জন তোমার মাঝে হাসে।
সার্থবাজ দের চিনতে হলে পরীক্ষা কর বারবার,
নইলে পরে স্বার্থে পরে তোমার জীবন ছারখার।