সুখের আলো
==========
আধার পেরিয়ে আলো আসে,
কখনো থামে না।
দুঃখ পেরিয়ে সুখও আসবে,
এটাই নিয়তির তাড়না।
সময় কখনো থেমে থাকে না,
চলে নিজের মতো।
দুঃখের সময়টা দীর্ঘ হলেও,
সুখের সময়টা অনন্ত।
কষ্ট আসুক যতই না বারবার,
দৈর্য রাখলে মনে।
সুখ আসবে ঠিকই একদিন,
তখন তুমি হাসবে।
কষ্টের সময় মনে করে,
আঘাত পেয় না কভু।
দৈর্য নিয়ে বাঁচতে পথ হারাবে না কভু।
কেউ তাকে না পাশে
===============
দুঃখ পেয়ে হেসেছি আমি,
কান্না করিনি কবু।
মনটা আজ পাথর হয়েছে,
বুজতে পারনি কেউ।
আঘাতে আঘাতে শেষ হয়েছি,
ভেঙে যায় নি আমি।
নিজেকে নিজে শান্তনা দিয়ে,
নিরব হয়েছি আমি।
সহ্য করেছি জীবনে অনেক,
দুঃখ যন্ত্রণা।
ভুলতে পারিনি আজ আমি,
জীবনের বেদনা।
হয়েছি বারবার ব্যর্থ আমি,
পাশে ছিল না কেউ।
পর হয়েছে অনেকেই,
পাশে থাকেনি কেউ।
এইসব কিছুর চিন্তা এখন আর তো আসেনা,
জীবন যুদ্ধের এই খেলায় কেউ পাশে থাকে না।