বাংলা মা
————-
তোমার চরন তলে,
দিও মোরে ঠাঁই ।
জন্মেছি আমি তোমার,
ছায়ায়।
ওগো বাংলা মা,
তোমারও ভক্ষে,
জন্ম আমার।
মরনে মোরে দিও একটু ঠাঁই,
আমার হৃদয় ব্যাকুল হয়েছে,
তোমারও ছায়ায়।
পেয়েছি আমি বাংলা মায়ের,
কতই না রত্ম।
সবুজ শ্যামল শস্য ভরা,
কি এমন যত্ন।
ওগো বাংলা মা আমি আসবো,
আবার ফিরে তোমারও চরনে।
পর করিও না বাংলা মা, আমারও মরনে।
পরদেশী হয়েও আমি,
ভুলি নাই বাংলা মা কে।
সেথায় আমার জন্ম হয়েছে,
ভুলি কেমন করে তাকে।
কখনো ভুলবো না তোমারও মায়া,
ওগো বাংলা মা।
তোমার জন্য ব্যাকুল এ আমি,
ওগো বাংলা মা।
—————–
সুখ কোথায়
—————–
খুঁজেছি আমি সুখ,
বারে বারে।
দুঃখ নিল ভাসিয়ে,
তাহারও তরে।
কি লিখা আছে আমার,
জীবনেরও শেষ পাতায়।
শুধু জানতে চাই,
জীবনে একবার।
সুখেরও আশায় রয়েছি,
আমি কতকাল।
সুখ তবু পর করে দিল,
আমায় বহু বার।
ঠকেছি আমি বহুবার,
কত জনের কাছে।
মুখ ফুটে বলেনি কাউকে,
সবই আমার মালিক যানে।
জানিনা কি কারনে,
সুখ হল না আমার।
নিশ্বাস টা চলে গেলে,
হয়ে যেতাম মুক্ত এবার।