রণগীতিঃ মনের দুয়ার
খুলে দাও মনের বন্ধ দুয়ার,
উড়তে থাকো নিজের মত,
বাঁচার মতো বাঁচতে খুলতে হবে মনের দুয়ার,
জানালায় দাঁড়িয়ে দেখ পুরো পৃথিবী।
সদ্ধ জীবন যদি গড়তে চাও,
তবে খুলে দাও মনের দুয়ার।
আকাশের প্রানে তাকিয়ে থাকো,
দেখ পৃথিবীতে কত হাহাকার।
তবুও নিজেকে দাও শান্তনা,
বাঁচো তুমি আরেকবার।
থাকো না কভু পরের দিকে তাকিয়ে,
প্রশ্ন কর নিজেকে বারবার।
কেমন হবে তোমার পরপার।
তবে থেকোনা তুমি পিছন ফিরে,
থাকুক যত অন্ধকার।
বাঁচো তবে নিজের জন্য,
খেয়াল কর বারবার।
আলোর পথে চলতে থাকো অন্ধকার দেখে,
তবে দেখো পিছনে তোমার অন্ধকার চুই চুই করে।
পাবে তুমি বারবার,
দুঃখ কষ্ট শতবার।
তবে হারবে না,
যদি রাখো ভরসা তোমার প্রতি তোমার।
কবিতা: কবর
জীবন প্রতিনিয়ত কত বাহানা,
মরার পরে কবর হবে আসল ঠিকানা।
কবরের ঔ আজাব যদি একবার দেখিতে,
করতে না তুমি পাপ কভু এই না পৃথিবীতে।
পাপের নীলায় মগ্ন থাকো একবারও ভাবো,
মাটির নিচে থাকতে হবে চলবে না বাহানা।
পাপ করেছো অবিরত, পূন্যের বেলায় শূন্য,
কবরে গেলে তুমি হবে সবচেয়ে শূন্য।
পাপ সাগরে ডুব দিয়েছো খোদার নাও নি খুঁজ,
মরলে পরে তুমি হবে সবার কাছে নিখোঁজ।
এই দুনিয়া ছাড়ার আগে কর তুমি পূন্য,
নইলে হবে তোমার জীবন পাপের খাতায় পরিপূর্ণ।