বন্ধু মানে ভালো
-----------------------
বন্ধু মানে চলার সাথী
বন্ধু মানে ভালো,
বন্ধু মানে হাসিখুশি
বন্ধু মানে ভালো।
বন্ধু তুমি কত দূরে
তোমার কথা মনে পরে,
জানি তুমি অনেক বিজি
চেষ্টা করলে সবই ইজি।
বন্ধু তুমি অনেক দূরে
তোমার কথা মনে পরে,
একটু যদি সময় পাও
মিষ্টি একটা SMS দাও।
---------------------
বন্ধুর প্রয়োজন
---------------------
বন্ধু তুমি ভীষণ ভালো
ভালো তোমার মন,
চলার পথে বন্ধু তোমাকে
বড্ড প্রয়োজন।
ছোটবেলা হারিয়ে যায়
বড় হওয়ার ফাকে,
আজও কি কেউ বিকেল বেলা
খেলবি বলে ডাকে?
দূরে থেকে চাই আমি
বন্ধু তুমি ভালো থেকো,
জানি তুমি অনেক ব্যস্ত
তবুও নিজের খেয়াল রেখো।
(প্রশংসা)
শুনো শুনো, শুনো সবাই
বলি এক গল্প,
এক যে ছিল রাজা
তার রাগ ভারি অল্প।
বাসে ভালো সবাই তাকে
আট থেকে আশি,
তিনি প্রথম দৌড়ে আসে
মাঝরাতে উঠলে কাশি।
প্রজাদের কে ভালোবাসেন
আগলে রাখেন তিনি,
গুড়ের থেকেও মিষ্টি তিনি
তাই দেখে লজ্জা পায় চিনি।
(বাবা)
বাবা তোমার হয়েছে বয়স
বড় হয়েছি আমি,
বাস্তবটা কি যে কঠিন
এখন আমি জানি।
সকাল হলেই দেখতাম তোমায়
কাজে বেরিয়ে যেতে,
কোনদিন বাবা বলতে চাউনি
দুপুরে কী খেতে।
কাছ থেকে ফিরতে বাড়ি
হাজার ক্লান্তি নিয়ে,
আমি যখন বায়না করতাম
ভোলাতে খাবার দিয়ে।
বারে বারে বলতে তুমি
যদি দেখি তোদের মুখে হাসি,
সমস্ত কষ্ট কেটে যাবে
থাকবো আমি খুশি।
(শীত)
মেঘ এসেছে শীত নিয়ে
শিশির পরে চালে,
সকাল হলে মধুর সুরে
পাখি ডাকে ডালে।
জোয়ান বুরো শীতে কাপে
থরথর করে ভাই,
সকাল গড়িয়ে দুপুর হলেও
সূর্যের দেখা নাই।
গোসল করতে অনেক কষ্ট
পানি যে খুব হিম,
হাত মুখ ধুয়ে সময় কাটায়
পাশের বাড়ির মিম।
শরীরের গন্ধ দূর করিতে
গায়ে মাখে সেন্ট,
বুড়ো মানুষ লুঙ্গি রেখে
রোজ পরে প্যান্ট।
শীতের ভয়ে গ্রামের মানুষ
কাবু হয়ে রয়,
শীত গিয়ে গরম আসিলে
তবেই চাঙ্গা হয়।