ভুলনা আমারে
আমি যখন দেখেছিলাম তোমারে
জগদাস হাই স্কুল মাঠে,
প্রথম দেখাতে ভালোবাসি
আমি তোমারে।
ভুলনা তুমি আমারে"
মন খুলে ডাক দিয়েছি
বিশ্বাস করে ভালোবেসেছি
ভুলনা তুমি আমারে।
নদী যখন শুকাই জোষ্ট
আষার মাসে,
তুমি আসবে বলে!
কাছে ডেকে বলেছিলে
ভালোবাসি তোমারে।
দুরে চলে গিয়ে আবার
বলেছিলে
ঘৃণা করি আমি তোমারে।
ভুলবোনা কোন দিন
আমি তোমারে।
বিদ্রহো
ওরে দামাল ছেলে!!
হাতে হাতে তোরা মশাল জ্বালা,
পুরিশে দে পাপের বোঝা
ছিনিয়ে আন জাতির বাংলা।
ওরে দামাল ছেলে!!
বিদ্রহো কর একসাথে
জাগাও হাত জাগাও,
দিখিয়ে দাও ওদের স্বাধীন বাংলার পতাকা।
ওরে দামাল ছেলে!!
তোদের রক্ত রঞ্জিত হয়েছে
বাংলার এই সবুজ শ্যামল মাঠ।
ওরে দামাল ছেলে!!
হাতে হাতে অস্ত্র ধরে
যুদ্ধ করে যাদের সাথে
ছিনিয়ে এনছে আামাদের
বাংলার স্বাধীনতা।
ওরে দমাল ছেলে!!!