কলমেঃ মুকলেছ উদ্দিন
বিধির বিধান কখনো খন্ডন হবে না
কার কি লিখা তা জানতে পারে না।
তিনি যাকে ইচ্ছে করেন ইজ্জত দান করে
কেউ তা বদলাতে পারে না, শত চেষ্টা করে।
তিনি যাকে যা দান করে বয়সের প্রয়োজন হয় না
সাথী বন্ধু ভাই রাষ্ট্রনায়ক কল্পনাও করতে পার না।
এইতো সেদিন এক দেশে পিচাস স্বৈরাচারী সরকার
জনতার উপর চালায় পাশবিক নির্যাতন অত্যাচার।
গুম, খুন – ক্রসফায়ার পুলিশের হয়রানি
রাত দিন শুকায়নি জনতার চোখের পানি।
মিত্যা মামলায় কয়েদি, ভরে গেছে কারাগার
বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিল জনতার।
তাইতো শিশু কিশোর মিলে ছাত্র ও জনতা
রাজপথ ঘিরে দাড়ায় শহরের অলিগলি রাস্তা
স্বৈরাচারী তখন না পেয়ে কোন উপায়
চোরের মত দলবল নিয়ে পালিয়ে যায়।
চারন কবি মুকলেছ উদ্দিন, (ইতিহাস গবেষক ও কবি ফররুখ আহমদ স্মৃতি পদক প্রাপ্ত)।