বাংলা ভাষা মিষ্টি ভাষা
=============
ভাষার মাস ফেব্রুয়ারী,
বাংলা ভাষার তরে।
এই ভাষাকে রক্ষা করতে,
ছালাম বরকত মরে।
মায়ের ভাষা বাংলা ভাষা,
যায় না ভোলা কভু।
বাংলা ভাষায় কথা বলতে
রক্ত দিলো ওরা তবু।
বাংলা ভাষা মিষ্টি ভাষা,
প্রাণের বাংলা ভাষা।
এই ভাষাতে জড়িয়ে আছে
জীবন গড়ার আশা।
বাংলা ভাষায় লেখেন কবি,
কতো কবিতা গান।
এ সব কবিতা গানে সবার,
ভরে যায় মন প্রাণ।
=============
মা করে সব কাজ
=============
এই বাড়ির সকাল সন্ধ্যা
মা করে সব কাজ।
মায়ের কাছে নাই তো ভাই
কোনো কাজের লাজ।
বাড়ির ভেতর বাড়ির বাহির,
ছোট বড় যতো কাজ,
মা করে সব একা একা,
করে ফেলে শেষ আজ।
ঘর বাড়ি উঠান আঙিনা,
পরিস্কার করে একা মা।
বাড়ির কাজ করতে
কহারো সাহায়্য নেয় না।
অসুখ বিসুখ হয় না মায়ের,
ক্লান্তিও লাগে না কোনো।
বাড়ির করলে মা জননী,
সুস্থ থাকেন সর্বদা যেনো।
—————————
পুতুল রাজার বধ
—————————
এক যে ভালো রাজা,
নামে ছিলো ভালো।
বসতে বল্লে বসেন রাজা,
উঠতে বল্লে উঠেন।
হাসতে বল্লে হাসেন রাজা,
কাঁদতে বল্লে কাঁদেন।
নাচতে বল্লে নাচেন রাজা
মনের সুখে নাচেন।
প্রজাদের কষ্ট নিয়ে রাজা,
কিছুতেই না ভাবেন।
রাজ্যের যত প্রজাসাধারণ,
পেটে ক্ষুধা নিয়ে থাকেন।
রাজা তাহার পাইক পেয়াদা,
উজির নাজির মিলে।
মন্ত্রী রাজা সবাই এখন,
রাজ্যটাকে খায় গিলে।
প্রজারা সব বুঝতে পারে,
পুতুল রাজার ছল।
কোথায় আজিকে প্রজারা সব,
করি পুতুল রাজার বধ।