কলমে: জাহিদুল ইসলাম মুন্সি
অশ্রু সিক্ত নয়নে বিহ্বলিত বিদায়ে,
বড় অসময়ে চলে গেলে ব্যথা আর অভিমানে।
তুমি ছিলে উত্তম আচারণে,
ধন্য এ মাটি তোমার পদচারণে।
মন্ত্র মুগ্ধ তোমার প্রতিটি বাণী,
বন্ধ ছিলো ক্ষমতার দুরাত্মার হানাহানি।
কখনো অন্যায়ে নুয়ে যায়নি মাথা,
সত্য আর আদর্শে চলেছো সদা।
আমরা চিরো ঋণী,
লোভ, অহংকার তোমায় ছুতেও পারেনি।
তোমার রক্তে রাজপথ আজো রঞ্জিত,
নিভে গেলো আলোর প্রদীপ হলাম আলো বঞ্চিত।
বিপদে পরেছি যতোবার,
বন্ধু বেশে পাশে ছিলে বারবার।
সুখে দু:খে বিপদে দুর্যোগে,
ছুটে এসেছো সবার আগে।
আদর্শ ও সততার শিক্ষা
লালন করি তোমার এ দিক্ষা।
স্বরণ করছি পরম শ্রদ্ধা আর ভালবাসায়।
অম্লান হোক রাজসিক চিরো এ বিদায়।
তোমার আদর্শের শিক্ষা পৌঁছে যাক বাংলার ঘরে ঘরে,
আল্লাহ পাক যেনো তারে ক্ষমা করে।