মানুষরূপী নরপিশাচ তোরা
===================
মানুষরূপী নরপিশাচ তোরা,
তোদের নেই হৃদয়-প্রাণ,
পিশাচের মতো গন্ধ শুঁকে
নারীর শরীরের নিতে চাস ঘ্রাণ।
নিষ্ঠুর হৃদয়, পাষাণ তোরা,
লালসায় ভরা তোদের মন,
ভুলে যাস কীভাবে বল?
তোরও তো আছে মা-বোন!
নারীর অশ্রু ঝরিয়ে তুই,
করিস উল্লাস, গাহিস জয়,
যে আগুনে পোড়াস নারীদের,
সেই আগুনেই হবে তোদের ক্ষয়!
ভেবেছিস কি একবারও,
যখন আসবে বিচার-দিন?
নারীর অভিশাপে পুড়বি,
গুনতে হবে সব ঋণ!
ধরার বুকে পাবি শাস্তি,
পাবি না সময় ফিরে,
চারিপাশ অন্ধকার হয়ে
ধরবে তোদের ঘিরে।
———————–
তুমি ছাড়া বসন্ত
———————–
বসন্ত ঠিক-ই এসেছে ধরায়
তবুও এলেনা তুমি,
আর কত বসন্ত অপেক্ষা
করবো তোমার জন্য আমি?
শিমুল পলাশ কৃষ্ণচূড়া
ডাল ভরে সব ফোটে।
শুধু তুমি নাই বলে
হাসি নাই মোর ঠোঁটে।
গাছের ডালেও এসেছে
নতুন সতেজ পাতা,
আমার শূন্য মনে ঝরে
আজ বিষাদের ছাতা।
কোকিল ডাকে
দখিনা হাওয়া বয়ে যায়,
তোমার সুরের সানাই
কেন বাজে না হায়?
আকাশও করছে
হাজার রঙের খেলা,
তুমিহীন জমেছে
মনে মেঘের মেলা।
ফাগুনের রঙে
রাঙিয়েছে এই ধরা।
তুমি বিহনে মনে
আমার চৈত্রের খরা!