মো.সিরাজউদ্দিন।
সত্য পথে চলেন যাঁরা তাঁদের ভীষণ চাপ
গুহার সনে একক ভাবে কাটায় জীবন ধাপ।
সাদাসিধে জীবন যাপন ঐশ্বর্যের নেই ভেলা
একূল-ওকূল দু’কূলে তাঁর জীবন রঙ্গ খেলা।
জীবন রণে চলছে জীবন ধারধারে না কারও
একক মনে রং লাগিয়ে যায় না কারো ধারও।
কুর্শিদ রঙ্গ ভাল্লাগে না জগৎ মোহ কিছু
অন্তরটা তাঁর পরিপাটি শির দাঁড়াটা উঁচু।
মনের ঘরে নৃত্যে মাতে শিকল বাঁধা পাখি
তালা সাটা বদ্ধ ঘরে উঁকি দিয়ে আঁখি।
চতুর্দিকে দৃষ্টি রাখেন মনের সাগর থেকে
কুচিন্তা ভাব হয় না উদয় সুরত রাখেন ঢেকে।
যাবতীয় জগৎ মোহ তাঁর কাছে সব কাদা
মনের ঘরে গলদ নেই তাঁর সর্বক্ষণই সাদা।
সরল পন্থায় রীতিনীতি সত্য ন্যায়ের খাজা
এপাড় ওপাড় দুই দিগন্তে তিনি মহান রাজা।
কটুকথা ছলচাতুরী শূন্য এসব মনে
কর্ম পথেও রত থাকেন মহাপ্রভুর ধ্যানে।
প্রভুর সাথে মহা মিলন ঘটে তাঁরই সনে
হৃদ পিরীতের প্রেমাগুনটা জ্বলে সদা মনে।