কলমে: রুহুল আমীন
জীবনের গতিপথ সব সময় একই রকম থাকে না।সময়ের সাথে সাথে জীবনের গতিপথ পরিবর্তন হয়,একটা সময়ের খুব চেনা মানুষটিও খুব বেশি অচেনা হয়ে যায়,কাছের বন্ধুটি ও দূরে চলে যায়,চেনা পরিবেশও পরিবর্তন হয়।
এই পরিবর্তনের মাঝেও যারা সামনে দাঁড়িয়ে জানতে চায় “তোকে এত ক্লান্ত লাগছে কেন?কেমন আছিস বল?” সেই মানুষগুলোকে খুব বেশি কাছের,খুব বেশি নিজের মনে হয়।বলতে ইচ্ছে হয়, আমি সত্যিই ক্লান্ত কিংবা আমি ভালো নেই।
কিন্তু,জীবনে চলার পথে এত আঘাত পেয়েছি, এত প্রতিকূল পরিস্থিতি পেরিয়ে এসেছি সেগুলো মনে হলে এখন আর কাউকে নিজের ভেতরকার কথাগুলো বলে উঠতে পারি না।মনে হয়,যতটা নিরব থাকা যায় জীবন হয়তো ততটাই সহজ হবে।
সময়ের পরিবর্তন মানুষকেও ভীষণ রকম বদলে দেয়,শুধু মানুষ নয় যেন, বদল ঘটে পুরো সত্তার।এই বদলের জন্য কখনও কখনও ভাগ্যকে দায়ী করে অনেকেই কিন্তু,কেবল ভাগ্য নয় একটা মানুষকে পুরোপুরি বদলে দিতে কিছু মানুষেরও অবদান থাকে। তবে সেই মানুষগুলো কোনদিন তা স্বীকার করে না,কেবল ধরে নেয় সময়ের সাথে সাথে মানুষটা বদলে গেছে।তাই, এখন কে কী ভাবলো,কে কী বলল সেগুলো চিন্তা নিজেকে আগের জায়গায় ফিরিয়ে নিয়ে যাবার ইচ্ছেটাও মরে ফেলতে হয়।
তাই এখন বিশ্বাস করি সময়ের সাথে নিজেকে পাল্টে ফেলাও অনেক অপ*মানের জবাব দেয়া যায়।