কলমে: আশরাফ মওলুদ চৌধুরী
সিন্ডিকেটের শোষণ তীব্র, করছো দেশটা গ্রাস,
তোদের লোভের আগুনে পোড়ে মানুষের বিশ্বাস।
তোরা চুরি করিস আলো, চুরি করিস দিন,
তোদের হাতের পুতুল গরিব, তবুও করে ঋণ।
দাম বাড়াচ্ছো, চাপিয়ে দিচ্ছো মানছো না কোনো বাধা?
প্রতিবাদে নামছি মোরা সবুর করো দাদা।
তেল, চাল, ডাল, আর গ্যাস— সবকিছুতেই হাত,
তোদের মুনাফার খেলায় পেটে জোটেনা ভাত।
এই অন্যায়ের প্রতিরোধে গর্জে উঠবে প্রাণ,
ভাঙবো এই দুষ্টচক্র, ভাঙবো সব বারণ।
বুকের ভেতর জ্বালাও আগুন, নয় শুধু রাগে ক্ষোভে,
এই দেশটা গড়বে সবাই, থাকবো ভালোভাবে।
কথা বলো, চুপ না থেকে, কণ্ঠে জাগাও শক্তি,
সিন্ডিকেটের শিকল ভেঙ্গে, গড়বো নতুন মুক্তি।