আছে হাতে গুণন
কতজনকে ভাবলে আপন, দিতে রাজি সকল বিসর্জন
সময়ে পেলে না মন, কেহ নয় মায়ের মতন।।
হলে বৃদ্ধ সমতুল, মা ভাবে খোকা তুল
এলে বাহির থেকে ভাবে ফুল, মুখপানে লক্ষ্য মায়ের যাদুধন।।
অবেলায় ও মায় না খেয়ে, থাকে পথ পানে চেয়ে
উঠার শক্তি নাহি গায়ে,তবুও সন্তানের তরে ঢালে মন।।
একটি সদায় হলে ভুল, বউ এ বাঁধায় মহাগন্ডগোল
প্রাণ যাবে দিতে মাশুল, ফুরাবে না তার জ্বালার কথন।।
চিরকাল সম আদর মায়ের, ফল পাকিলে প্রাপ্তি ফুরায় গাছের
নি:শেষ হয় না ভালবাসা মায়ের, মুল্যহীন আদর যতন।।
মায়ের জন্য নিলে কিছু, পিছনে ঘুরে ছাড়ে না পিছু
একটা অংশ নেরে বাচু, নাতি নাতনি ছেড়ে অতৃপ্ত মন।।
বউয়ের নীতি নেবে দেবে না, তারপর ও সাধপুরে না,
স্বার্থহীন বউ আছে কজনা, সংখ্যা তত্ত্বে আছে হাতে গুণন।।
নি:শ্বাস ছাড়ে
হিংসা করে, জ্বলে মরে
আগুনে পোড়ে,
মনে ভাবে, নৌকা টপকাবে
হাবুডুবু খায় জলে পড়ে।।
ভাবনা করে, কর্ম ছেড়ে
খোজে নিত্য আঁধারে,
পদে পদে হেরে, লজ্জা শরমে না মরে
ভাসতে আশা চিৎকারে।।
লাজ-লজ্জা ইমানের অঙ্গ, মিথ্যায় ডুবেছে সর্বাঙ্গ
সাঁতরিয়ে উঠতে চায় কিনারে,
এক সত্য গোপনে, শত সত্য বিসর্জনে
ভরা নৌকা ডুবে অকুল পাথারে।।
উড়তে চায় আকাশ পানে, ভুলে যায় নাই ডানা সনে
আছাড় খেয়ে ধরায় বুকের পাজরে,
ডাঙ্গায় পড়ে মাছ, করে শুধু নাচ
অযথা ছটফটিয়ে নি:শ্বাস ছাড়ে।।