মিজানুর রহমান মিজান, বিশ্বনাথ (সিলেট) থেকে:
বিশিষ্ট লেখক, সাংবাদিক ও কবি নাজমুল ইসলাম মকবুল তাঁর লেখনীতে অমর হয়ে থাকবেন। জীবন মৃত্যুর পরওয়া না করে তিনি অন্যায়, অবিচার ও সামাজিক অসংগতির বিরুদ্ধে আজীবন লড়াই করেছেন। তাঁর লেখনী আমাদের সমাজ পরিবর্তনের হাতিয়ার হিসেবে কাজ করবে। তিনি শিক্ষা,চিকিৎসা ও এলাকার সার্বিক উন্নয়নে এবং অসহায় মানুষকে সহযোগিতা করে গেছেন। বিশিষ্ট লেখক, সাংবাদিক, বহুমুখী প্রতিভার অধিকারী কবি নাজমুল ইসলাম মকবুল রচিত “নাজমুল ইসলাম মকবুল রচনাসমগ্র” প্রকাশনা উৎসবে বক্তারা একথা বলেন। আজ ১লা ফেব্রুয়ারী শনিবার সকাল ১০ টায় বিশ্বনাথের অলংকারী-পৌদনাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে দি-ওয়ান পাউন্ড হসপিটালের আয়োজনে ও অলংকারী ডেভোলাপমেন্ট সোসাইটির ব্যবস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশের অন্যতম রেটিনা বিশেষজ্ঞ ডাঃ জহিরুল ইসলাম অচিনপুরী। দি ওয়ান পাউন্ড হসপিটালের ট্রেজারার ও সংগঠক মাওলানা সিরাজুল ইসলাম সাদের সভাপতিত্বে মাওলানা ছাদিকুর রহমান ও ছাত্রনেতা জাকির হোসেন ইমনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউ.কের সভাপতি মাফিজ খান, বিশ্বনাথ ইউনাইটেড ইউ.কের সভাপতি জামাল উদ্দিন, অলংকারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান লিলু মিয়া, বর্তমান চেয়ারম্যান আতিকুর রহমান লিটন, যুক্তরাজ্য প্রবাসী এডভোকেট রাশিদ আলী, সুনামগঞ্জ জেলা সিনিয়র সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন, বিশিষ্ট সমাজসেবী ও রাজনীতিবিদ মাওলানা আব্দুল মতিন, হাফসা মজুমদার ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মাওলানা মনসুর আহমদ সেবুল, সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম জাহাঙ্গীর, হযরত শাহপরান হাফিজিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আজিজুর রহমান ও সহ সুপার মাওলানা শ. ম. জাহাঙ্গীর, দারুল কিরাত অলংকারী পৌদনাপুর শাখার নাজিম মাওলানা আব্দুল মালিক, অলংকারী পৌদনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ইসমত আরা চৌধুরী, বড়তলা মাজহারিয়া দাখিল মাদরাসার সিনিয়র শিক্ষক তাওফিক চৌধুরী, অলংকারী ডেভোলাপমেন্ট সোসাইটির সহ সভাপতি জসিম উদ্দীন জিসান, সোসাইটির কোষাধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুন সহ প্রমুখ। শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ফেরদাউর রহমান মিনহাজ। নাতে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করেন আশিকুর রহমান। মরহুমের পরিবারের পক্ষ থেকে বক্তব্য দেন প্রয়াত নাজমুল ইসলাম মকবুলের সহোদর মাসিক অভিযাত্রিক সম্পাদক রফীকুল ইসলাম মুবীন। অনুষ্ঠানে আগত অতিথিরা নাজমুল ইসলাম মকবুলের জীবনের বিভিন্ন স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন এবং “নাজমুল ইসলাম মকবুল রচনা সমগ্র” গ্রন্থের মোড়ক উন্মোচন করেন।