নীড়
-------
পারছি না বলতে আমি হৃদয়ের কথা
তাইতো আজ ধরেছি কলম আর খাতা..।
বলবো আজ গভীরভাবে,,
সেই নীড়েরই কথা
আপন পাখি নীড়ে ফিরেনি তাইতো সে বৃথা...।
খড়কুটোর সেই ছোট্ট ঘরটি পরে আছে আজও,,
অযত্ন আর অবহেলায় হয়েছে ঘন জঙ্গল..।
নীড় বেধেঁছি নীড় বেধেঁছি বলেছিলাম কত..!
থাকবো মোরা দুজন মিলে খড়কুটোরই তলে...।
নীড়ে ছিলাম আয়েশ করে ,
তাঁর অপেক্ষায় বসে ...।
ফিরেনি সে আপন নীড়ে,, চলে গেছে কোথাও
তাইতো আজ পড়ে আছে অযত্ন আর অবহেলায়...।
------
মা
------
জন্ম দিয়েছ তুমি আমায়
করেছ লালন পালন,,
তোমার কাছে ঋনি আমি থাকবো আজীবন...।
যতই করো শাসন তুমি,, যতই করো বারন
তবুও তোমার না দেখলে ভরেনা আমার মন...।।
একেই বলে মা জননী
একেই বলে মা..,,
তোমার ডাকেই ধন্য আমি
তুমিই আমার মা...।।