স্টাফ রিপোর্টার:
শনিবার এসবিএসপি বীর মুক্তিযোদ্ধা ছায়েদুল ইসলাম গ্রন্থ স্মারক প্রদান অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়। সোনার বাংলা সাহিত্য পরিষদ আয়োজিত। এস বি এস পি সাহিত্য পুরস্কার পেলেন কবি প্রভাবশালী কলামিস্ট ও রাষ্ট্র বিজ্ঞানী অথই নূরুল আমিন।
সোনার বাংলা সাহিত্য পরিষদ আয়োজিত জাতীয় যাদুঘর কবি সুফিয়া কামাল অডিটোরিয়াম শাহবাগে উক্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেশের বরেণ্য কবি’ মতিন বৈরাগী।
বিশেষ অতিথি ছিলেন, কবি, ফারুক মাহমুদ।
কবি ও সাহিত্যিক, জাকির তালুকদার। কবি, রেজাউদ্দিন ষ্টালিন। কবি, এবিএম সোহেল রশিদ
সভাপতি ও মুল আয়োজক ছিলেন আহমেদ সৈয়দ শাহনুর।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন এনাম আনন্দ, রেখা ও রিমা চিশতি ।
সোনার বাংলা সাহিত্য পরিষদ কর্তৃক বিভিন্ন ভাগে ভাগ করে উক্ত পুরস্কার আজকে দেয়া হয়। অথই নূরুল আমিনের লেখা “৫২ বছরে তেপ্পান্ন গল্প ” আত্মজীবনীর অংশ বই থেকে তিনি আজকে এই পুরস্কারে ভূষিত হন। তিনি সোনার বাংলা সাহিত্য পরিষদ এর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং এস বি এস পি সাহিত্য পুরস্কার এর সার্বিক সাফল্য কামনা করেন।