পুতুল খেলা
আয়রে তোরা গাঁয়ের ছেলে মেয়ে
দিন কেটে যায় আনন্দে নেচে গেয়ে
প্রজাপতি আর ময়না চিত্রা হরিণ
টিয়ে ফরিং বন্ধুরা সব কই,
খুশিতে টলমল করে ওই
দেখবে সার্কাস ওই মেলায়
সময় কাটায় হেলায় খেলায়
কিশোর বেলা মায়ের বকায়
আনন্দিত চড়ুইভাতি খেলায়
পুতুলের বিয়ে দেবে ডিঙি নৌকায় চড়ে।
কুটুম বাড়ি থেকে আসবে মিনি গাড়ি চড়ে
খাবে নানা মিষ্টি পিঠা,
মাংস পোলাও দই মিঠা
দেখবে ফরিং নাচন।
অতিথি হবে বুলবুলি ময়না,
পরবে গলায় সোনার গয়না
সুন্দর রঙিন ভুবন।
খুকির বায়না
নীল আকাশে চাঁদ উঠেছে
টিকলি মাথায় খুকু সেজেছে
গাইছে গান মিষ্টি ময়না
গলায় পড়েছে নানা গয়না
নানা বুদ্ধির হলো সৃষ্টি
টিপটিপ পড়ে বৃষ্টি
ধরছে সে নানা বায়না
যাবে বেড়াতে দেখছে আয়না
সাথে যাবে চন্দ্র সূর্য্য তারা
কাশবন ঝাউবন বন্ধু সাহারা
লিখবে সেথায় মজার ছড়া।।
খুকির বায়না
নীল আকাশে চাঁদ উঠেছে
টিকলি মাথায় খুকু সেজেছে
গাইছে গান মিষ্টি ময়না
গলায় পড়েছে নানা গয়না
নানা বুদ্ধির হলো সৃষ্টি
টিপটিপ পড়ে বৃষ্টি
ধরছে সে নানা বায়না
যাবে বেড়াতে দেখছে আয়না
সাথে যাবে চন্দ্র সূর্য্য তারা
কাশবন ঝাউবন বন্ধু সাহারা
লিখবে সেথায় মজার ছড়া।।
লেখকঃ স্বর্ণা তালুকদার,
কবি ছড়াকার ও বাচিক শিল্পী, ঢাকা বাংলাদেশ।