কলমে- এম. শাহেদ সারওয়ার
তোমার কীর্তি যে অগণিত বেশুমার
ভুলা যায় না তো কখনো আর
পথে প্রান্তরে যার চেহারা ফুটে উঠে বারবার
মৃত্যুবার্ষিকী উদযাপন যেন স্মরণে তোমার।
আব্দুল অদুদ চৌধুরী মহান নাম যাঁর
নোয়াজিষপুরে মাটিতে কবরস্থান তাঁর
মসজিদ, মাদরাসা, স্কুলে স্মৃতিতে বেশুমার
অদুদ চৌধুর‘র সড়কও নির্মাতা তাঁহার।
অদুদ চৌধুরী’র মৃত্যু বা’র্ষিকী শুক্র ও শনিবার
নানা আলোকে সাজে সেজেছে নোয়াজিষপুর
৫৩ বছরের আগে পরকালের বাসিন্দা তাঁর
প্রজম্মের পর প্রজ্ম্ম স্মৃতিচারণ করল যাঁহার।
মানবিক ও ধর্মভীরুতা সদা ছিল
অভ্যাস যাঁর
সহায়তা দানে মানুষকে কখনও না বলা
ছিলনা স্বভাব তাঁর।
নিঃসন্তান হয়েও অর্থ সম্পদের লোভ
কখনও হয়নি যাঁহার
নিরলসভাবে স্বীয় অর্থে ও শ্রমে গড়ে তোলা
তাঁর স্মৃতিচিহ্ন দৃর্শ্যমান সবার।
দানবীর নামে আব্দুল অদুদ চৌধুরী
কর্মে করিলেন দান
স্মৃতিচিহ্ন যুগ যুগ ধরে আলোর দীপ্তি ছড়িয়ে
প্রজন্ম থেকে প্রজম্মান্তরে থাকবে
অদুদ চৌধুরী চির অম্লান।
========0=======