বিদায় রমজান
===========
রোজা আমায় বললো হেসে
বিদায় আমার খুব কাছে,
কষ্ট দিয়েছি অনেক দিন
কীভাবে মিটাবো সেই ঋণ ?
তাই তো দিলাম ঈদের দিন
আনন্দ করো সারাদিন,
সুখে থাকো প্রতিদিন
দেখা হবে কিয়ামতের দিন;
সবাই বলি আমিন।
মাহে রমজানের শিক্ষা হলো
তাকওয়া তুমি অর্জন কর,
নেক আমল দিয়ে জীবন সাজাও
পাপের দরজা বন্ধ করো।
———-
ঈদ মোবারক
———-
একটি মাস রোজা রাখার পরে
এলো খুশির ঈদ,
আনন্দে তাই পাগলপারা
গাইছে সবাই খুশির গিত।
ঈদের দিন ধনী গরীব
ভেদাভেদ করবো না ভাই,
ঈদের খুশিতে সবাই কে
ঈদ মোবারক জানাই।
ঈদের চাঁদ আকাশে
সালামি চাই বিকাশে,
আপনি একজন ভদ্রলোক
আপনাকে জানাই ঈদ মোবারক।