খিলাফত
_______
ঈমানী আমান অটুট অন্তরে
জাগরিত ইসলামী সওগাত,
মুমিনের কন্ঠে তাকবীর ধ্বনি
আসবে রাশিদুন খিলাফত।
কোরআনী বিধানে সাম্য সমৃদ্ধি
থাকবেনা মাখলুখের দুঃখ,
কালেমার পতাকায় বিশ্ব শান্তি
পৃথিবীতে জান্নাতের সুখ।
হানাহানি বিদ্রেষ দূর হবে ক্লেশ
ইসলাম শান্তির বাগান,
শান্তির নূরে মাখলুখের উল্লাসে
ইসলামী রেনেসাঁর শান।
ধরার অভিশাপ মানবের মতবাদ
কোরআন জগতের সংবিধান,
স্রষ্টার অনুগ্রহে জগতের কল্যাণ
কোরআন সর্বোত্তম বিধান।
মানব অভিধান সব দেব বলিদান
ধরবো আঁকড়ে কোরআন,
উড়বে সবখানে ইসলামের ঝান্ডা
হেরায় আলোর সংবিধান।
খিলাফতের তামান্নায় উদ্দীপ্ত মন
মানবো না কারো বশ্যতা,
সত্যের আলোয় আলোকিত ধরা
খিলাফত সভ্যতার সত্যতা।
____________
কাব্যের সন্ধানে
____________
কাব্যের সন্ধানে সহস্র রজনীর বাকে
বিগত শতাব্দীর যোগ বিয়োগে
সময়ের পরিক্রমায় ক্লান্ত রবি,
মাত্রা, স্বর ও অক্ষরবৃত্ত ছন্দের ভিড়ে
কবি কিংবা কবিত্বের অন্বেষণে
আলোর সন্ধানে নিমগ্ন কবি।
ভালোলাগা ভালোবাসার অন্তপুড়ে
বসতি স্থাপনে কাব্যের মহারথী
হাফিজ, খৈয়াম, জৈনুদ্দীন, নজরুল,
আপন ব্যক্তিত্বে শ্লোকের সন্ধানে
রক্তঢালা রাজপথে মুক্তির শ্লোগান
শব্দের তরঙ্গে বিদ্রোহে উত্তাল।
শৈল্পিক সৃজনে সাহিত্যের সাধনায়
প্রেম বিরহ সাম্য বিপ্লবে উত্তাল
হৃদয় দহনে খুদিত পাণ্ডুলিপি,
বিনীন্দ্র রজনীর স্বর্নালী আভা
অপেক্ষায় অপেক্ষমাণ সারথি’র
রক্তাভ বর্ণের শৈল্পিক দিনলিপি।
শব্দের সৈনিক সম্ভাবনার প্রত্যয়ে
খুঁজে কৃষকের ঘর্মাক্ত শ্রমে
আগামীর স্বর্নালী সকাল,
কৃষক, শ্রমিক, মেহনতী জনতার
শ্রমে অঙ্কিত ভবিষ্যত কাব্যগাথা
শব্দ লিপিতে প্রস্ফুটিত মহাকাল,
শিশুর হাসিতে পুষ্পের বাগানে
মাঠের প্রান্তে সূর্যের রসায়নে
স্বর্নালী পৃথিবীর উজ্জ্বল মুখ,
শব্দে অক্ষরবৃত্তে আবদ্ধ এ মন
মরমি মননে অতৃপ্ত জাগরণে
শব্দে পুঞ্জিভূত কাব্যের দুঃখ।
শব্দের গর্জনে দ্রোহের বিলাসে
সাম্য শান্তির অভয়ারণ্যে
কাব্যের সন্ধানে দহ অবিরত,
বেদনার অশ্রুতে তিমির কাঁপিবে
কাব্যের খোঁজে শব্দে কাঁপিবে
খোঁজ কবিতা শব্দের ললাটে
শব্দ সত্তার অভয়ে সঞ্চিত।
ভেদাভেদ ভুলে কাব্য আলিঙ্গনে
সাম্য সম্ভাবনার নতুন পৃথিবী
নব নির্মাণে এ শব্দের সৈনিক,
শব্দের বজ্র মন্ত্রে শুভ্রের গর্জনে
জাগো অভয়ে বিশ্ব বিশ্বায়নে
কাব্যের সংগ্রামে কবি নির্ভিক।