কলমেঃ তুষার আহমেদ
হেঁটেছি একাকী পথে,
নীরব সন্ধ্যার ছায়ে,
হাওয়ার গুঞ্জন বুকে,
ফিরে আসে স্নিগ্ধ ব্যথায়।
চেনা মোড়, হারানো গল্প,
ভিজে স্মৃতির পদধ্বনি,
আকাশ জানে, রাতও বোঝে,
এ পথ শুধুই একার সঙ্গী।
তারার চোখে নীরব প্রশ্ন,
চাঁদের আলো ম্লান হয়ে যায়,
পায়ের নিচে শুকনো পাতা,
কোনো এক কালের গান গায়।
হেঁটেছি একাকী পথে,
তবু হারাইনি নিজেকে,
প্রতিটি ধাপে নতুন সূর্য,
জাগবে একদিন হৃদয়ে।
আলো আসবে, ধূসর পথেও,
স্মৃতির ছায়া মুছে যাবে,
নতুন দিনের অঙ্গীকারে,
স্বপ্ন আবার ফুটবে রবে।
তবু হৃদয় রবে জাগ্রত,
আলোয় ভরবে আঁধার রাত,
শূন্য পথেও গাঁথব স্বপন,
নতুন ভোরের দৃপ্ত গাথা।
তবু চলবে পথচলা মোদের,
দুঃখ-স্রোতেও হার না মানি,
আলো আঁধারের দোলাচলে,
স্বপ্ন হবে পথের বাণী।
নতুন দিনের আহ্বানে,
জেগে উঠবে ক্লান্ত প্রাণ,
আকাশ জুড়ে রঙিন রোদ্দুর,
গড়বে আশার সোনার বাঁধন।
সময়ের স্রোতে ভাসবো তবু,
ভাঙবো না আর কোনোদিন,
একাকীত্বের পথেও জ্বলবে,
জীবন জয়ের দীপ্ত দিন।