আবুল কালাম তালুকদার
হেমন্তের ঘ্রাণে মেশাবো নষ্ট সময় সবুজে মুছে দেবো বাকরুদ্ধ দিন সময়ের ভাঁজে গায়ে মাখাবো সু- বাতাস
বিধ্বংস অমাবস্যার হোক বিদায়।
টাকায় নয় মানবতায় ফিরে আসুক ভালোবাসা
স্বার্থের দেয়াল হতে বেড়িয়ে যাক সকল স্বার্থপরতা
বাতাসের ক্যানভাসে ভেসে আসুক সুন্দর ও শুভ্রতা
আর নয় লাশের মিছিল
থাকবো অসংখ্য মেধাবীর আগমন অপেক্ষায়।
অস্তিত্বে নয় বাস্তবে নেবো তোমাতে আশ্রয়
কুয়াশার ভোরে নেবো তোমার উষ্ণ আদর
তোমার আবেগী আহ্বানে জোনাকির সাদা রাতে ভুলে যাবো বর্ষা শরতের লাশ ও বানের জলের অদৃশ্য অন্ধকার।
নিঃশব্দের বাতাসের মতো চলেনা গিয়ে
তুমি পরিপূর্ণ পাল্টে দাও জীবন মাছুম মানবের মতো হোক জীবনের প্রারম্ভিকতা।