কলমে: ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম।
আমি মুক্তি চাই
পাপ থেকে,
পঙ্কিলতা থেকে,
হে নারী,
দুর্নিবীত ঝর্ণার মত
তুমি প্রবাহিত আমার শিরায়!
আমি ছিলাম পবিত্র
মহা পবিত্র,
তোমা স্পর্শে এলো ‘পাপ’,
এ্যাডামকে ‘ইভ’যেমন
ক্লিওপেট্রা ফাঁসালো ‘সিজার কে’
শত পুরুষ বিদ্ধ তার নীল আঁখি বানে!
নারী তোমার কুটিল কুচক্রে
‘সিজার’ ছাড়লো রোম,
কিং ক্যাপেচুয়া ছাড়লো সিংহাসন,
ভালবাসার অথৈজলে ডুবে মৃত্যু!
ক্লিওপেট্রার আঁখি বান থেমে থাকেনি,
এ্যান্হনী তাকে-ও ফাসালে মায়া জালে,
একজন ক্লিওপেট্রার রসনা তৃপ্ত করে
শত পুরুষের হলো আগমন।
হেলেন অফ ট্রয়ের সৃষ্টি ‘টরজন’ যুদ্ধ
আদ্রে হেপবার্নের রূপে ডজন পুরুষের আত্মহত্যা,
ইসাবেলা পরকীয়ায় জড়ালো ‘রজারের’ সাথে
হত্যা করলো স্বামী এ্যাডোয়ার্ডকে!
নারী তোমার মন পেতে অপকর্মে লিপ্ত কত পুরুষ
ঘৃণ্য অর্থ লোভ তোমাদের চাওয়া-পাওয়ায়,
তোমার সাহচার্য পেতে, পেতে তব মন
খায় সুদ ঘুষ, চুরি ডাকাতি, রাহাজানি খুন
মন পেতে শতচেষ্টা, মাকে পাঠায় বৃদ্ধাশ্রমে
পায় কি তোমার মন কেউ?
অতল আটলান্টিক গহীনে,
বার্মুডা ট্রাঙ্গেলের ঘূর্ণি পাকে
সেই রহস্যময় ব্লাক হোল আজও অনাবিষ্কৃত
যায় কি ছোয়া তলদেশ?
তোমার বহু দ্বিধা চরিত্র
লোভাতুর কামুকতা লোচনের কাছে,
হেরে যায় পুরুষ, মিথ্যা মোহে
পাপচারিনী নির্লজ্জ কামুকতা চাহনির আবেশে!