কলমেঃ মুরাদ হাসান
ভাবনায় আসুক এবার নতুন কিছু—
নব তরুণ ছুটুক জ্ঞানের পিছু!
প্রতিজন হোক এক অনন্য শক্তি,
থাকুক তবে গুরুজনের ভক্তি।
স্বপ্ন আঁকুক দেয়ালের গায়ে,
সত্য বলুক বুক ফুলিয়ে নির্ভয়ে!
গরিবের মতো হোক সরল হৃদয়,
আনুক নতুন আলো, নতুন বিজয়!
তারা দেখুক নতুন সূর্যোদয়ের দৃশ্য—
তরুণ-তরুণীরাও পারে, জানুক গোটা বিশ্ব!
দেশ শুধু কারও একার নয়,
ছড়িয়ে পড়ুক বাংলার পরিচয়!
তাজা রক্তে এক হোক সবাই,
স্বপ্নকে বাস্তব করুক সাহসী প্রভায়।
ভাবনার ছোঁয়ায় জ্বলুক দীপ্ত আলো,
নব প্রজন্মে জ্ঞানের আগুন জ্বালো!
নতুন দিনে ফুটুক এমন কিছু,
মানিক-রতন ছুটুক আলোর পিছু!