কলমে: রোজিনা খাতুন
প্রিয়তম যদি একবার এমনটা হতো
অবুঝ মনে শান্তি খুঁজে পেতো।
যদি তুমি আমি হয়ে জন্ম নিতে
তাহলে ঠিক আমার ব্যথা বুঝতে।
আমার কষ্টে তোমার বুকে ব্যথা করতো
আমার চোখের পানি তোমার চোখে ঝরতো।
আমার ভাবনা তোমাকে আঁকড়ে করতো ভীড়
আমার স্বপ্ন গুলো তোমার কাছে পেতো নীড়।
আমার না পাওয়া গুলো তোমাকে ভাবাতো
আমার শূন্যতায় তোমাকে কাঁদাতো।
আমার স্মৃতির দেওয়ালে তুমি বন্দি হতে
সুখে পারতে না জীবন কাটাতে।