শূন্য হাতে আসা শূন্য হাতেই ফেরা
শূন্য হাতে পৃথিবীতে আসা,
শূন্য হাতেই ফেরা,এই শূন্য হাতেই
অনেক কিছু করা,অনেক কিছু রেখে যাওয়া,
শূন্যই প্রথম শূন্যই শেষ এইতো জীবন।
মানুষ হওয়ার লাগবে
আমি যদি কথা বলতে না পারি?
তাহলে বোবা হওয়াটাই ভালো ছিল।
মানুষ হয়ে জন্ম নিয়ে কি লাভ বল?
যদি না থাকে মনুষ্যত্ব!!
রাখা যায়
ভালোবাসা দিয়ে যারে
রাখা যায় না।
খাঁচায় বন্দি করে রেখে
কি লাভ হবে?
বাঁচার অধিকার
বাঁচার অধিকার সবার আছে
পাগল কিংবা সাধারনই হোক।
বিবেকবান আর বিবেকহীন হোক
সবারই বাঁচার অধিকার আছে।
জীবন
সব মানুষের জীবনে
সব পূর্নতা পায় না।
সব মানুষেরি জীবনে
কিছু অপূর্ণতা রয়ে যায়।
পরিহার করি
শব্দ শুনি দিনের চব্বিশ ঘণ্টা,
গাড়ির হর্নের শব্দ ট্রাকের শব্দ,
মাঠের হইচই হুইসেলের শব্দ।
গরু ডাকে হাম্বা হাম্বা কবুতর বাকুম বাকুম,
পাখি ডাকে কিচির মিচির সারা দিনভর,
নিশি রাতে কুকুরের দল ডাকে ঘেউ ঘেউ।
সিডি চলে,টিভি চলে,বাজে টেলিফোন
দরজায় বেল বাজে কান পেতে শোন।
মোরগের ডাক শুনি প্রতিদিন ভোরে।
অসুস্থ রোগী হাসপাতালের বেডে শুয়ে আছে।
শিশুরা,মাইগ্রেনে রোগীরা অস্বস্তিতে ভোগে।
দিনের ছাব্বিশ ঘন্টা শব্দে দিন যাচ্ছে চলে।
অযথা হর্ন শব্দ দূর করি মোরা সবে,
মাইকে আওয়াজ বিয়ে বাড়ির শব্দ
ঢোল তবলা বাঁশি হারমোনিয়াম এর শব্দ
এতো এতো শব্দ,সবে হয় এতে বিরক্ত।
নীরবতা সোনালী,নীরবতা বজায় রাখি,
অকারণে শব্দ করা সবে পরিহার করি।