কলমে: এম এ লতিফ
আমার পৃথিবীটা মেঘে ঢাকা
আসে না সূর্যের বিকিরণ,
ভাসে না আমার দুচোখে
রাত্রি জাগা প্রেমের শিহরণ,
আমি দেখি না কোনো স্বপ্ন
ভেঙে যায় আমার মন
কাঁচের টুকরোর মতন,
আমি ভাবি বসে একা নিরালায়
আলো বিহীন পৃথিবীটা দুঃসহ জীবন!
চঞ্চল মেঘগুলো ভেসে বেড়ায় নীলিমায়
আমার দুচোখের পাতা ঢেকে রয় বেদনায়,
একি মোর মেঘালয় ভূবণ
আঁধারে ঢাকা আমার জীবন,
এই বুঝি আমার পৃথিবী
শুধুই দূর্বিষহ দুঃসহ যেন আমরণ!
আমি চাহি না বাঁচিতে আলো বিহীন পৃথিবীতে
যেথায় ভাঙা মনের ভয়ার্ত জীবন,
পৃথিবীর বলয়ে ঘটে যায় কতো মহাপ্রলয়,
থেমে যায় আমার জীবন,
ভেঙে যায় মন কাঁচের টুকরোর মতন!