মেঘে মোড়া হেমন্ত
===========
হেমন্তে আজ মেঘ করেছে
গুড়ুম গুড়ুম ডাকে,
মুক্ত মনের দুয়ারগুলো
অন্ধকারে ঢাকে।
হঠাৎ বৃষ্টি হঠাৎ বিজলি
ভয় যে মনের ঘরে,
কী জানি কি কখন ঘটে
প্রাণ কাঁপে থর থরে।
মন বারান্দায় স্মৃতির ধূলোয়
ঝাপসা ঝাপসা লাগে,
মেঘে মোড়া এই হেমন্তে
কুসুম ফুটে বাগে।
বৃষ্টিভেজা ভোরের প্রাতে
শিশির কণা ঝরে,
পরিবেশটা শান্ত দেখে
মনটা আনচান করে।
মেঘাছন্ন হিম কেটে যায়
উদয় হয় যে রবি,
মন গগণে শুভ্র মেঘের
ভেসে বেড়ায় ছবি।
=======
গায়ের রূপ
=======
গায়ের মানুষ সহজ সরল
সবুজ ঘেরা বাড়ি,
মেঠোপথের বাতর ধরে
চলে গরুর গাড়ি।
হলুদ রাঙা সরষে ফুলে
বসে অলির মেলা,
ঘাসের ডগায় শিশির কণা
হাসে ভোরের বেলা।
শিশির ভেজা দুর্বাঘাসে
হাঁটতে লাগে ভালো,
ভালো লাগে সাত সকালে
মিষ্টি রোদের আলো।
ক্ষেতের পাশে ফড়িং উড়ে
বাহারি সাজ মাঠে,
ভোর না হতেই নৌকা ছাড়ে
সবজি নিয়ে হাটে।
দুপুর বেলা ক্লান্ত দেহে
রাখাল বাজায় বাঁশি,
ধুলো বালি কাদা জলে
দেখি শিশুর হাসি।