কলমেঃ বাসুদেব বসু (শিক্ষক)।
নারী শক্তি আধ্মাশক্তি,
মুক্তির বারতা।
সকল কিছু উজাড় করে,
গড়ে সংসার।
শ্রমশক্তি সবই দেয়,
গড়ে বিশ্বময়।
সৃষ্টির লক্ষ্যে
জীবন বাজি রেখে,
গড়ে তোলে
সুখের সংসার।
কখনো স্নেহময়ী মা,
কখনো মমতাময়ী মা।
কখনো কল্যানকামী,
কখনো অর্ধাঙ্গী।
কখনো বোন,
কখনো প্রেমময়ী।
তার তুলনা হয় না,
এ বিশ্বজুড়ে।
নারীকে দিব মর্যাদার আসন,
নারী সকল শক্তির মূলাধার ;
নারী হচ্ছে সুন্দরের প্রতীক।
নারী চির কল্যানকর,
নারী হচ্ছে জগতের মহীয়ান।