কলমেঃ রওশন রোজী
ছোট্ট মন ছোট্ট আশা
অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকা
বলতে পারেনা কোথায় তার মা
কোথায় তার ভালোবাসা?
বুঝতে পারে সবই
বুঝাতে পারে না কিছু ই
শুধু উদাস মনে চোখের জলে তাকিয়ে দেখা
মা তার চলে গেছে পৃথিবী ছেড়ে বহুদূরে।
বাবাকে পায়না থাকে অন্য ঘরে
মনে তার অনেক ব্যথা
আত্মীয়স্বজন কাইকে চিনে না
ভয় পেয়ে বাবাকে ডাকে
জবাব সে পায়না
বিফলে ফিরে আসে নিজের ঘরে।
মন খারাপ হলে তাকায়
জানালাটার দিকে
অবুঝ হৃদয় নিংড়ে কাঁদে
ভাসে চোখের জলে
কেউ দেখে না তাকে।
এমনি ভাবে অনাদরে, অবহেলায় দিন চলে যায়
ছোট্ট তাসফির
কথা গুলো মনে বাজে তার
ঘরে আছে সৎমা
মনে মনে ভাবে কবে বড় হবে ?
তবেই পৃথিবী টা দেখবে আপন মনে
আপন খুশিতে।
অতৃপ্ত হৃদয়ে পায়নি এক বিন্দু মাতৃস্নেহ
কাছে টেনে নেয় নি কেহ আদর, ভালোবাসা দিয়ে
বিষাদের ছাউনি তে ভরে ছিল প্রাণ
নীল আকাশের দিকে তাকিয়ে
নক্ষত্রের আনাগোনা দেখে।
আনমনা হয়ে ভাবে কবে আসবে
প্রকৃতির কাছে যাওয়া, মন ভরে
নিঃশ্বাস নেওয়া,
সবুজ ঘাসের বুকে নেচে বেড়াবে, ঘাসফড়িং এর সাথে
করবে মিতালী
কোন জবাব পায়নি খুঁজে?
———–