কলমেঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম।
দেবাশ্রিত দেয়াসিনি এক যৌবন দীপ্ত নারী
ইচ্ছে করলে কি ভোগবিলাসে দেহ যষ্টি বিলাতে পারি?
তুমি ‘নর’, কি বুঝ রমণীর অভিলাষ
লাভার তাড়নায় পুরুষ উদগীরণে নিরত নির্গমনে শেষ!
সত্য, প্রেম অনুরাগ আকর্ষণে ‘জানানা’ লালসায় জ্বলে
রমনী সবকিছু চায় শুধু কৌমার্য নয়, কুঞ্জ চায় ছলে বা কলে,
স্হায়ী ছায়াশীতল বক্ষপুট তার কুঞ্জকানন
জীবন ভর ‘অঙ্গনা’ চায় নির্মল চিত্ত সঙ্গীর আবাসন!
পারবে হতে শুদ্ধ আত্মার প্রেমিক, নয় ছিনালি বহুগামী?
আমৃত্যু বাহুডোরে প্রণয় সিক্ত হয়ে থাকতে চাই আমি,
প্রতীক্ষিত আমি নারী কৃতাঞ্জলিপুটে যদি মেলে সেজন
চাই এমন ‘নর’, সে এক উপদেবতা, কৃষ্ণ নয়, হোক ‘দেব দাসের’ আগমন!