ভন্ড থেকে সাবধান
———————-
সারাদিনের ক্লান্তি শেষে
এসো কবিদের নীড়ে,
ক্লান্তি দিয়ে শান্তি নিয়ে
যেও আবার ফিরে।
কাঁটার আঘাতে পেলে ব্যাথা
দাওয়াই দিলে সারে,
কথার আঘাতে পেলে ব্যাথা
মনটাই যায় মরে।
মানুষের সাথে মানুষই মিশবে
অন্তরে বিশ্বাস থাকবে,
মানুষ রূপি অমানুষ গুলো ই
সুযোগ সন্ধান করবে।
দেহের অসুখের চিকিৎসা আছে
মনের অসুখের নাই,
তাই, মনের অসুখে জ্বলে পুড়ে
অন্তর হয় ছাই।
ভন্ড যদি সাধু সাজে আরও বেশি
ভয়ংকর হয়,
সাধুর বেসে ভন্ড গুলোকে চেনা
বড়ো ই দায়।
কুকুরের লেজে ঘি মেখে কি
সোজা করা যায়!
চরিত্র হীন মানুষ গুলো থেকে
সাবধানে থাকতে হয়।
—————-
সু সময়ের দেখা
—————-
প্রথম যখন দেখা হলো
তোমার সাথে আমার,
আলো ছায়ায় ঢাকা ছিলো
তখন শরীর তোমার।
অঙ্গে অঙ্গে ছড়িয়ে ছিলো
যৌবনেরই ছাপ,
চীর যৌবনা অঙ্গ তোমার
স্বর্গের পারিজাত।
একবার করে তোমার সঙ্গে
আমার দেখা হতো,
সময়ের জলছাপ গুলো সম্পর্কের
গায়ে আঁকা থাকতো।
সেই জলছাপের সময়ে আমি
হতাম সম্মহিত,
হৃদয় আমার হয়ে যেতো আশায়
আলোকিত।
এখন তুমি নাই, আমিও হারিয়েছি
দেখার সেই দৃষ্টি,
আসলেই কি হয়েছিল, আমাদের
মধ্যে প্রেমের সৃষ্টি!!