সোমবার, ২৪ মার্চ ২০২৫, ০২:৫৪ পূর্বাহ্ন

মানুষ ও পশু! — লেখকঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম

Coder Boss
  • Update Time : শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ৯ Time View

আমরা মানুষ, কেন পশু নই, কেন আমাদের শ্রেষ্ঠ জীব বলা হয়েছে, কি কি গুন থাকলে আমি মানুষ, সে সব গুন আমার ভিতর আছে কিনা তা মানব জাতির ভাবার সময় নাই। অর্থ আয়, সীমানা দখল, ক্ষমতা প্রদর্শন, নিজের সুনাম প্রচার, উপকারীর উপকার অস্বীকার, ওয়াদা বরখেলাপ, নিজের শ্রেষ্ঠত্ব প্রমান এমন কিছু ক্ষেত্রে মানুষ অমানুষিক চরিত্রে পৌছে যায়।

রাস্ট্র বিজ্ঞানী ‘এ্যারিস্টটল’ প্রথম বলেছেন, Humen are rational. দার্শনিক ‘কেন্টনস’ ও এবং টমাস হোবস একই কথা বলেছেন। হোবস খুব সহজ ভাবে সজ্ঞায়িত করেছেন, ” মানুষের মৌলিক দায়িত্ব হলো এমন জিনিস গুলো করা যা অন্য মানুষের সুখের পরিমাণ যোগ করো এবং মানব কষ্টের পরিমাণ কমিয়ে
দেয়।”

দার্শনিক কেন্টনস বলেছেন, সবার ধর্ম পালন করা উচিৎ যদি সে আল্লাহ ঈশ্বর ভগবান কি বলেছেন তার প্রেরিত গ্রন্থে যদি তার বিশ্বাস থাকে তবে অবশ্যই সীমার মধ্যে থেকে কারন বিশ্বাস ভিন্ন ভিন্ন অন্য কে কষ্ট দিয়ে নয়। উল্লেখ্য, খৃষ্টান প্রধান দেশ গুলোতে তাদের অনুষ্ঠানে মাইক ব্যবহার করেনা যাদের পরিমান বিশ্বে প্রায় ২৪০ কোটির মত। মুসলমান মাইক না হলে পেরেশান। মাইকের পুরা ভলিউম দিয়ে জিকির করতে হবে, ঢাকায় এমন শব্দ দূষণে দোকান মালিক রা দোকান বন্ধ করে চলে যান।
মালশিয়া সহ বেশকিছু দেশে মাইক ব্যবহার নিষিদ্ধ। সৌদি আরব সহ বেশকিছু দেশে মাইক ভলিউম ১/৩ গ্রহনযোগ্য। বিশ্বে মুসলমান ১৯২ কোটির মত। বিশ্বে মোট ধর্ম ৪৩০০ র মত।

সম্ভবত রাস্ট্র বিজ্ঞানী গার্নার বলেছেন “RIGHTS implies DUTIES. ” অধিকার কর্তব্য আনয়ন করে।
এতটুকু পালন করলে অপূর্ব মানুষ হতে পারি সবাই।
মানুষের ভিতর দুটো জিনিস থাকে Rationality এবং
Animality. মনুষ্যত্ব আর পশুত্ব। এখন অবশ্য মানুষ থেকে পশু অনেক গুন মনুষ্যত্ব দখল করেছে।
কুকুর ঘোড়া উট হাতি ঈগল জীবন দিয়ে তার প্রতিপালক কে বাঁচায়, মানুষ তার প্রতিপালক (উপকারী) কে হত্যা করে।

মানুষের ভিতর যত মানবতা মনুষ্যত্ব বাড়বে তত সে মানুষ, স্বার্থে হাসিলে মানবতা কমিয়ে পশুত্ব বৃদ্ধি পশুতে পরিনত হওয়া। মানুষের ভিতর Rationality ৯০% থাকা উচিত পশুত্ব ১০% কিন্ত বিশ্ব মানব জাতি তার উল্টো ধারন করে বলেই এত হানাহানি!

হিংসা, বিদ্বেষ, মিথ্যার আশ্রয়, অকৃতজ্ঞতা, ওয়াদা ভঙ্গ,
সুদ, ঘুষ, পয়সায় বিক্রি, শালিশ বানিজ্য, জরিপ বানিজ্য, নিয়োগ বানিজ্য, হত্যা, ধর্ষণ, ভুমি দস্যুতা এসব থেকে ফিরে আসুন বিশ্ব স্বর্গে পরিনত হবে। আপনিও
মানুষ নামে পরিচিত হবেন, সৃষ্টি কর্তা আপনার মন কে এমন করার জন্য এত ধর্ম পাঠিয়েছেন!

ভালো থাকেন, সুস্থ থাকেন, আগে মানুষ হন পরে হিন্দু মুসলমান বৌদ্ধ খৃষ্টানে ভাগ হন আপনার পছন্দ মত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102