আমির হোসেন, স্টাফ রিপোর্টার:
অন্তর্বর্তী সরকারকে আমরা বারবার তাগদা দিচ্ছে নির্বাচন অতি শীঘ্রই দেওয়ার জন্য” তারা কথা দিয়েছেন ডিসেম্বরে নির্বাচন দেব কিন্তু আমার এদেশের মানুষ চাই এর আগেই নির্বাচন দেয়ার জন্য” বলে মন্তব্য করেছেন সুনামগঞ্জ- ১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশিত সাবেক তাহিরপুর উপজেলা চেয়ারম্যান আনিসুল হক।
আজ ২৮ মার্চ শুক্রবার তাহিরপুর উপজেলার বাদাঘাট সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা এবং দেশের সমৃদ্ধি কামনা বাজারে যুবদলের আয়োজিত এক দোয়া ও ইফতার মাহফিলে তিনি এ কথা বলছেন। এ সময় প্রধান অতিথি বক্তব্যে আনিসুল হক বলেন, ফ্যাসিস্ট স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের বিগত সতেরো বছর আমাদের নেতা কর্মীরা মামলা-হামলা, জোর-জুলুম ও নির্যাতনের শিকার হয়েছেন। আমার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনের দেশা নায়ক তারেক রহমানের নেতৃত্বে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যে আন্দোলন শুরু করেছিলাম আমাদের এ আন্দোলন এখনো অব্যাহত আছে থাকবে। অন্তর্বর্তী সরকারকে যদি দ্রুত নির্বাচন না দেয় তাহলে দেশের আপামর জনসাধারণকে নিয়ে আবারও আন্দোলন সংগ্রাম বাধ্য হব।
দোয়া ও ইফতার মাহফিলে বাদাঘাট ইউনিয়ন যুবদল সভাপতি সুমন আহমেদ এর সভাপতিত্বে সাধারণ কামরুল ইসলাম ও উত্তর বড়দল ইউনিয়ন যুবদল সভাপতি আক্তার হোসেনের সঞ্চালন কুরআন তেলাওয়াত করেন যুবদল নেতা ইসলাম উদ্দিন। এসময় বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক মানবাধিকার বিষয়ক সম্পাদক রাখাব উদ্দিন, তাহিরপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আবু সায়েম, সুনামগঞ্জ জেলা যুবদলের আর্থ বিষয়ক সম্পাদক এসএম মাহবুব মল্লিক, তাহিরপুর উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক শাহীন আলম, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব ডাক্তার হাবিবুর রহমান, উত্তর বড়দল ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম শাহ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম প্রমুখ।
পরে ইফতার পূর্ব মুহুর্তে খালেদা জিয়ার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় এ দেশের মানুষের শান্তি কামনা দোয়া করেন তাহিরপুর উপজেলা যুবদলের আহবায়ক এনামুল হক এনাম।