একে মিলন সুনামগঞ্জ থেকে:
উচ্ছেদের দীর্ঘদিন পরও সুনামগঞ্জের ফলের বাজার জমে উঠেছে না। বর্তমানে শহরের স্টেডিয়াম সংলগ্ন স্থানে ফলের বাজারের নিদিষ্ট করে দিলেও ব্যবসায়ীদের লোকসান গুনতে হচ্ছে। এমন পরিস্থিতিতে ফল ব্যবসায়ীরা মহা সংকটে পড়েছেন। জন সমাগম স্থানে ফল ব্যবসায়ীদের ব্যবসা পরিচালনা করার দাবী তাদের। উল্লেখ্য প্রায় তিন মাস আগে শহরের প্রাণকেন্দ্র থেকে ফল ব্যবসায়ীদের ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করা হলে তারা পড়েন বিপাকে। পরে ব্যবসায়ীরা তাদের ব্যবসা বন্ধ করে দেন। এহেন পরিস্থিতিতে ফল ব্যবসায়ীরা তাদের পরিবার পরিজন নিয়ে ভীষণ কষ্টে দিনাতিপাত করছেন। ক্রেতা সাধারণ ও পূর্বের চেনা জায়গায় ব্যবসায়ীদের না পেয়ে মন খারাপ করে বাসা বাড়িতে ফিরছেন। ফল ব্যবসায়ীদের দাবী জন সমাগম স্থানে ফল বেচা কেনার স্থান নির্ধারণ করে দেয়া হোক। এ ব্যাপারে ব্যবসায়ীরা সংশ্লিষ্ট কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।