সুরঞ্জন তালুকদার, মধ্যনগর প্রতিনিধি:
পবিত্র রমজান মাসে ফিলিস্তিনে মুসলমানদের উপর ইহুদীগোষ্ঠীর বর্বরোচিত হামলা ও নির্বিচারে হত্যা, ভারতে পাশবিক মুসলিম নির্যাতনের প্রতিবাদে সুনামগঞ্জের মধ্যনগরে ইমাম উলামা পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করে তাওহিদী জনতা, বৈষম্য বিরোধী ছাত্র, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও ধর্মপ্রান মুসল্লিগণ।
২৮শে মার্চ শুক্রবার জুমার নামাজের পর মধ্যনগর থানা মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি উপজেলা গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে প্রতিবাদ সভায় রুপ।
প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন মধ্যনগর উপজেলা ইমাম উলামা পরিষদের সভাপতি মাওলানা আব্দুল ওয়াহিদ।
মাওলানা জিয়াউর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা ইমাম উলামা পরিষদের সহ-সভাপতি মাওলানা নুরুল হুদা, সাধারণ সম্পাদক আঃ কুদ্দুস, সহসাধারণ সম্পাদক হাফেজ সাইফুল ইসলাম,খালেদ সাইফুল্লাহ, বৈষম্য বিরোধী আন্দোলন ছাত্র সমন্বয়ক ফজলে রাব্বী, মুফতি ইসমাইল সহ বিভিন্ন মসজিদের ইমাম ও ধর্মপ্রাণ মুসুল্লিদগন।এ সময় বক্তারা ওআইসি, জাতিসংঘের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে এসব ঘটনার তীব্র নিন্দা জানান। পাশাপাশি বাংলাদেশে ইসরাইলের সকল পণ্য বর্জনসহ এই হত্যাযজ্ঞের প্রতিবাদ জানাতে বাংলাদেশ সরকারের প্রতি আহবান জানান বক্তারা।