গোয়াইনঘাট প্রতিনিধি:
ইউএনও হিসাবে গোয়াইনঘাট আমার প্রথম কর্মস্থল, এখানের কথা আমার স্মরণ থাকবে। গোয়াইনঘাটে সাংবাদিকসহ সকলের সহযোগিতায় কাজ করেছি, অনেক কাজ পুরো করা হয়নি। গোয়াইনঘাটে বালু-পাথরসহ প্রাকৃতিক সম্পদের উপর স্হানীয়দের চেয়ে বহিরাগতদের নজর বেশি। বন্যা এখানে বড় সমস্যা, কৃষি ক্ষেত্রে পানির সমস্যা থাকে। এ ক্ষেত্রে গোয়াইনঘাট এগিয়েছে। কৃষি উদ্যোক্তাদের হাইলাইটসহ পজিটিভ সংবাদের মাধ্যমে মানুষদের উৎসাহিত করতে হবে। রিপোর্টার্স ক্লাবের জন্য জায়গা দেয়া হয়েছে, তাদের সকলে সহযোগিতা করবেন। দশ মাস সময়ে এখানে সকলের যে সহযোগিতা আন্তরিকতা পেয়েছি তাহা ভুলার নয়। আমার জন্য দোয়া করবেন।
প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীদের সংগঠন গোয়াইনঘাট উপজেলা রিপোর্টার্স ক্লাব আয়োজিত (অতিরিক্ত জেলা প্রশাসক) পদোন্নতি জনিত কারণে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: তৌহিদুল ইসলামের বিদায় সংবর্ধণা অনুষ্ঠানে সংবর্ধিত প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গত রোববার (২৯ ডিসেম্বর) রাতে রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাদিকুর রহমানের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক ইমরান আহমদ ও সাংগঠনিক সম্পাদক তানজিল হোসেনের সঞ্চালনায় শুরুতেই কোরআন তেলাওয়াত করেন মাওলানা কাওছার আহমদ, স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের নির্বাহী সদস্য মারজানুল আজহার জুনেদ।
এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সরকারের সিআইপি মর্যাদাপ্রাপ্ত লন্ডন প্রবাসী গোলাম জিলানী, ক্লাবের উপদেষ্টা সদস্য ও সিনিয়র সাংবাদিক আব্দুল মালিক, গোয়াইনঘাট কেন্দ্রীয় সাহিত্য পরিষদের সভাপতি দেবব্রত ভট্রাচার্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলার যুগ্ম আহ্বায়ক নাজমুল ফাহিম, খেলাফত মজলিসের উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা দেলওয়ার হোসাইন, আলীরগাঁও কলেজের প্রভাষক জাহিদ আহমদ, গোয়াইনঘাট আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালিকুর রহমান, জামায়াতে ইসলামী সদর ইউপির আমীর কামাল উদ্দিনসহ প্রমুখ ব্যক্তিবর্গ। সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ী, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিকগণ উপস্হিত ছিলেন। পরে ক্লাবের পক্ষ থেকে বিদায়ী অতিথি ও সিআইপি মর্যাদাপ্রাপ্ত ইউকে প্রবাসী গোয়াইনঘাটের কৃতি সন্তান জিলানীকে সম্মাননা ও উপহার প্রদান করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠান শেষে ইউএনও মো: তৌহিদুল ইসলাম রিপোর্টার্স ক্লাবের স্থায়ী কার্যালয়ের চলমান মাটির কাজ সরেজমিন পরিদর্শন করেন।