সিলেট প্রতিনিধি:
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের নগরডেংরী হতে বরইতলা পর্যন্ত প্রায় ১ কি.মি ইটসলিং রাস্তার বেহাল অবস্থা।
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর বন্যার স্রোতে গ্রামীণ এই রাস্তাটির বিভিন্ন অংশে ভাংঙ্গন ও পানির স্রোতে রাস্তার ইট সরে যাওয়ায় যান চলাচল অনুপযোগী হয়ে পরেছে।
সরজমিন গিয়ে দেখা গেলো গ্রামীণ এই রাস্তাটির প্রায় ১৫ টি স্থানে ছোট বড় ভাংঙ্গনের সৃষ্টি হয়েছে। এতে যান চলাচলে বিঘ্ন ঘটছে।
স্থানীয়রা জানান, এই রাস্তা দিয়ে তিন গ্রাম (নগরডেংরী, বরইতলা ও কামাইদ গ্রামের হাজারো মানুষ চলাচল করে থাকেন প্রতিদিন। রাস্তায় ভাংঙ্গন ও ইট সরে যাওয়ার ফলে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে এবং বৃষ্টি হলেই যান চলাচল একেবারে বন্ধ হয়ে যায়। স্থানীয়রা উপজেলা নির্বাহী অফিসার গোয়াইনঘাট এর কাছে অনুরোধ করে বলেন দ্রুত অবহেলিত এই রাস্তাটি সংস্কার করে দিয়ে মানুষের চলাচলের উপযোগী করার দাবি জানান।
এবিষয়ে ৫ নং ওয়ার্ডের সদস্য ফরিদ বলেন,রাস্তাটি বিগত বন্যায় বিভিন্ন স্থানে ভাংঙ্গনের সৃষ্টি হওয়ায় জনগণের ভোগান্তি পোহাতে হচ্ছে। দ্রুত রাস্তাটি সংস্কার হলে মানুষের কষ্ট লাগব হবে। রাস্তাটির সংস্কারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে উপজেলা নির্বাহী অফিসার গোয়াইনঘাট এর সুদৃষ্টি কামনা করেন।