জগন্নাথপুর প্রতিনিধি:
ইসলামী ব্যাংক মিরপুর বাজার আউটলেট এর পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী যুক্তরাজ্য প্রবাসী মোঃ রিপন মিয়ার স্বদেশ আগমন উপলক্ষে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শুক্রবার (২৪ জামনুয়ারী) সন্ধ্যায় জগন্নাথপুর উপজেলার চিলাউড়া বাজারে জান্নাত এন্টারপ্রাইজের আয়োজনে এ সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।
জান্নাত এন্টারপ্রাইজ এর সত্ত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক রিপন মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী যুব সমাজের আইকন সাংবাদিক মুহাম্মদ জামাল উদ্দিন বেলাল।
সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী মোঃ রিপন মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর বাজার তদারক কমিটির সহ সেক্রেটারি মোঃ লিটন মিয়া।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন চিলাউড়া বাজার কমিটির সভাপতি আব্দুল মালিক, বাজার সেক্রেটারি তাজুদ মিয়া, চিলাউড়া মাঝপাড়া জামে মসজিদের মোতাওয়াল্লী আব্দুল হান্নান, এলাকার মুরব্বী সিরাজ মিয়া, হাজি আনোয়ার মিয়া, জামায়াত নেতা মাওলানা শাহজাহান, সমাজকর্মী শামসুজ্জামান রইছ, জাহাঙ্গীর মিয়া, জাহাঙ্গীর আলম, ব্যবসায়ী আজির উদ্দিন প্রমূখ। পরে সংবর্ধিত অতিথি রিপন মিয়ার হাতে সম্মাননা স্মারক ক্রেষ্ঠ তুলে দেন অতিথিবৃন্দ।