জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ বাজারে সন্ত্রাসী মামলায় মহিলা সহ চারজন আহত হয়েছেন।
আহতরা হলেন বাগময়না গ্রামের মৃত ছাতির মিয়ার স্ত্রী আফিয়া বেগম (৫৫), ছেলে শামসুল হক (৩১) আমিনুল হক(২৪) মেয়ে ফাহিমা বেগম (২২) ওনাতিন তুহা বেগম (৩)।
আহতরা জগন্নাথপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন।
তথ্য অনুসন্ধান কালে, এলাকাবাসীর সূত্রে ও অভিযোগে প্রকাশ, বর্ণিত বিবাদীগণ এলাকায় একদলীয় লাডিয়াল, দাঙ্গাবাজ, উগ্র, সন্ত্রাসী, আওয়ামী লীগের ধূসর, খারাপ প্রকৃতির লোক বিবাদীগণ এলাকায় গায়ের জুড়ে চলাফেরা করে।
এলাকার মুরুব্বিয়ান সহ কাউকে তোয়াক্কা করেনা। ফলে এলাকার লোকজন অন্যায় কার্যকলাপের প্রতিবাদ করিতে সাহস পায় না।
গতকাল শনিবার বিকাল সাড়ে ৪ টায় রানীগঞ্জ বাজারে ঈদের কেনাকাটার জন্য শামসুল হক ছোট ভাই আমিনুল হক, মা ও বোনকে নিয়ে বাজারে আসা মাত্র অৎ পেথে থাকা ১০-১৫ জনের একটি সংঘবদ্ধ চক্র তাদের উপরে অতর্কিত সন্ত্রাসী হামলা চালায়।
হামলা কালে, তাদের হাত থেকে একটি স্যামসাং অ্যান্ড্রয়েট মোবাইল ফোন মূল্য ৩০ হাজার টাকা ও নগদ ১৫৫০০ টাকা চিনিয়ে নিয়ে যায়। সন্ত্রাসীরা একটি টমটম গাড়ি ভাঙ্গ চুর করে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি সাধন করে।এ বিষয়ে বাগময়না গ্রামের মৃত আব্দুল আহাদ এর পুত্র আব্দুল কাছকে প্রধান আসামি করে জগন্নাথপুর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছেন। হামলার বিষয়ে আহত শামসুল হক সামছুল হক জানান, বাগমুনা গ্রামের মৃত একলা সুরের ছেলে জামাত নামধারী আবুল কাশেমের ইন্দনে ও হুকুমে সন্ত্রাসীরা রানীগঞ্জ বাজারে প্রকাশ্যে আমাদের উপরে হামলা চালিয়ে গাড়ি ভাঙচুর করে মোবাইলে টাকা চুরি করে নিয়ে যায়। প্রশাসনের কাছে আমারা এর বিচার চাই।
এ বিষয়ে জানতে চাইলে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভূইয়া বলেন মারামারির বিষয়টি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।