জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
রোববার (২৩ মার্চ) সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর পৌরভবন প্রাঙ্গণে ইন্ডাস্ট্রিয়ালীস্ট এন্ড বিজনেস ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডব্লিউএফ) জগন্নাথপুর উপজেলা শাখার আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
আইবিডব্লিউএফের জগন্নাথপুর উপজেলা শাখার সভাপতি জামাল উদ্দিন বেলালের সভাপতিত্বে ও তরুণ সমাজসেবক রেজাউল করীম রিপনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন– জগন্নাথপুর শাহজালাল জামেয়া দ্বীনিয়া মাদরাসার ভাইস প্রিন্সিপাল ও আইবিডব্লিউএফের উপদেষ্টা মাওলানা লুৎফুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) জয়নাল হোসেন, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি তাজ উদ্দিন আহমেদ, আইবিডব্লিউএফের উপদেষ্টা মাওলানা দরছ উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী হাজী আনোয়ার মিয়া, সিলেট এম সি বিশ্ববিদ্যালয় কলেজের ইসলামী ছাত্র শিবিরের সভাপতি ইসমাঈল খান, জমিয়তে উলামায়ে ইসলামের জগন্নাথপুর উপজেলা সহ সভাপতি মাওলানা ফজল আহমদ, জগন্নাথপুর বাজার তদারক কমিটির সহ সাধারণ সম্পাদক লিটন মিয়া, জগন্নাথপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা নেছার উদ্দিন,জগন্নাথপুরবাজার তদারক কমিটির সম্ভাব্য সেক্রেটারি পদপ্রার্থী মোঃ শাহজাহান মিয়া।
শুরুতেই কুরআন তেলাওয়াত ও রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা করেন আসাবুন নেছা জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা ইসমাঈল খান।
উপস্থিত ছিলেন– বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহত নেতা রাহি কামালী, ইসলামী ব্যাংক জগন্নাথপুর শাখার ব্যবস্থাপক শেখ ওয়ালী উল্লাহ,বিশিষ্ট ব্যবসায়ী শাহআলম, জগন্নাথপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী নজরুল ইসলাম, সাদিকুর রহমান, কামাল হোসেন, জাহাঙ্গীর আলম, শামসুল ইসলাম সুমন,মতিউর রহমান,মাওলানা সামছুল ইসলাম প্রমুখ। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন– আইবিডব্লিউএফ এর সদস্য নুর মোহাম্মদ।