নিজস্ব প্রতিবেদক:
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর- শাহারপাড়া ইউনিয়নের ইসলামপুর (পূর্ব ব্রাহ্মণগাও) গ্রামে সুন্নিয়া ক্বাদরিয়া ইসলামিয়া মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন সম্পন্ন হয়েছে। ইসলামপুর (পূর্ব ব্রাহ্মণগাও) সুন্নিয়া ক্বাদরিয়া ইসলামিয়া মাদ্রাসা পরিচালনা কমিটি ও গ্রামবাসীর আয়োজনে বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকেল ৩টায় ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। মাদ্রাসা নির্মাণকে কেন্দ্র করে পুরো গ্রামে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি হাজী বাবুল আহমদের সভাপতিত্বে সমাজকর্মী মোঃ জুবায়েল আহমদ শিপনের পরিচালনায় ও মাওলানা আব্দুল করিম হুসাইনীর পবিত্র কুরআন তেলাওয়াতে এবং মাদ্রাসা কমিটির সেক্রেটারি ডাক্তার আবু সাঈদের উদ্বোধনী বক্তব্যে অনুষ্ঠিত ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পূর্ব বুধরাইল আটঘর আউদত ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আমির আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শাহ জালাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলে আহমদ, বিশিষ্ট শালিসি ব্যাক্তিত্ব, যুক্তরাজ্য প্রবাসী সৈয়দ জয়তুন মিয়া, ডাক্তার জে এম কে আজাদ, হাজী আবুল বশর, ক্বারী শেখ ছালিক আহমদ, মাওলানা আজিজুর রহমান, মাওলানা আমিনুর রহমান, মাওলানা দিলোয়ার হোসাইন প্রমুখ। এসময় মাদ্রাসা কমিটির উপদেষ্টা, গ্রামের বিশিষ্ট মুরুব্বি ও প্রবীণ ব্যক্তিত্বদের মধ্যে গিয়াস উদ্দিন, সাবেক ইউপি সদস্য আব্দুল মোসব্বির, আবুল হুসেন, এলাইছ মিয়া, মখদ্দছ আলী প্রমূখ। এছাড়াও যুক্তরাজ্য প্রবাসী শেখ হুসাইন আহমদ হুসন, প্রবীণ মুরুব্বি আবাছ আলী, রুহুল আমিন, আব্দুল হক, রফিকুর রহমান, আলতা মিয়া, ফয়জুল মিয়া, আব্দুল জফুর, তারিছ মিয়া, হোসাইন আহমেদ (মহসিন), হাফেজ মাওলানা দেলোয়ার, আব্দুল লতিফ, ছানু মিয়া, আব্দুল হাশিম, আইনুদ্দিন, আব্দুস ছমীর, বুধরাইল গ্রামের শালিসি ব্যাক্তিত্ব আবুল বশর (শুনু মিয়া), শাহ নূর আহমেদ, সোনাতনপুর গ্রামের, বিশিষ্ট কমিউনিটি নেতা, যুক্তরাজ্য প্রবাসী আব্দুল কাদির বুলবুল সহ গ্রামের বিভিন্ন শ্রেণী-পেশার শত শত মানুষ মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। জানা গেছে, ইসলামপুর (পূর্ব ব্রাহ্মণ গাও)মাদ্রাসা প্রতিষ্ঠা গ্রামবাসীর বহুদিনের লালিত স্বপ্ন। ১৯৮৪ সালে গ্রামবাসীর সম্মিলিত সিদ্ধান্তে মাদ্রাসার জন্য জায়গা নির্ধারণ করা হয়। দীর্ঘ অপেক্ষার পর ২০২৫ সালের জানুয়ারিতে নির্ধারিত জায়গায় মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে সেই স্বপ্ন পূরণ হয়। ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে মাদ্রাসার সাফল্য কামনায় দোয়া মাহফিল ও শিরনি বিতরণের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়। ইসলামপুর (পূর্ব ব্রাহ্মণ গাও) মাদ্রাসার প্রতিষ্ঠার মাধ্যমে এলাকাবাসী শিক্ষার নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা প্রকাশ করেন গ্রামের শিক্ষিত সমাজ। গ্রামের প্রতিটি মানুষ আল্লাহর রহমতের জন্য কৃতজ্ঞ এবং নিজ এলাকা ৭নং সৈয়দপুর- শাহারপাড়া ইউনিয়ন সহ দেশ বিদেশের সকলের কাছে দোয়া প্রার্থনা করেন, যেন এই মাদ্রাসা ভবিষ্যতে সাফল্যের উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে ওঠে। এছাড়া গ্রামবাসীর পক্ষথেকে প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন, যারা অক্লান্ত পরিশ্রম করে অর্থ দিয়ে এই মাদ্রাসা প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছেন, এবং আগামীতেও করে যাবেন।