স্টাফ রিপোর্টারঃ-
জগন্নাথপুর উপজেলার ফসল রক্ষা বাঁধের কাজ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কাবিটা বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সভাপতি মোঃ বরকত উল্লাহ।
আজ শনিবার (৪ জানুয়ারী) পানি উন্নয়ন বোর্ড কর্তৃক বাস্তবায়িত প্রকল্পের পাইলগাঁও ও আশারকান্দি ইউনিয়নের প্রকল্প নং ৩১, ৩২, ৩৩ ও ৩৪ রমাপতিপুর, ভাঙ্গাবাড়ি ও মোকামের ঢালার ডুবন্ত বাঁধের ভাঙ্গা বন্ধকরণ এবং মেরামত
কাজগুলো পরিদর্শন করা হয়।
এসময় উপজেলা কাবিটা স্কীম বাস্তবায়ন মনিটরিং কমিটির সদস্য সচিব উপ সহকারী প্রকৌশলী সবুজ কুমার শীল,
গনমাধ্যম প্রতিনিধি মো: হুমায়ুন কবির সহ
প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্যবৃন্দ এবং এলাকার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ফসল রক্ষা বাঁধ পরিদর্শনকালে ইউএনও বাঁধ নির্মাণে কোনো অনিয়ম সহ্য করা হবে না বলে সংশ্লিষ্টদের সতর্ক করেন এবং নির্ধারিত সময়েই ফসল রক্ষা বাঁধের কাজ শেষ করতে হবে।